ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

বিহারে বিএ পরীক্ষার প্রবেশ পত্রে প্রধানমন্ত্রী মোদি ও ধোনির ছবি!

Ayesha Siddika | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ - ০৮:১২:৪০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : একটি বিশ্ববিদ্যালয়ে বিএ তৃতীয় বর্ষের পরীক্ষায় বসার আবেদন পত্রে পায়া গেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মহেন্দ্র সিং ধোনির ছবি। ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যে। জানা গেছে, ভারতের বিহার রাজ্যের এক বিশ্ববিদ্যালয়ে বিএ তৃতীয় বর্ষের পরীক্ষার প্রস্তুতি শুরু হলে পরীক্ষার্থীদের অনলাইনে প্রবেশ পত্রের আবেদন করতে বলে কর্তৃপক্ষ। আবেদনপত্র জমা শেষ হলে তাতে অনুমোদন দিতে গিয়ে আবেদনকারীদের ছবি দেখে চমকে যান তারা।

কারণ পরীক্ষা কেন্দ্রে ঢোকার অনুমতি পত্রে পরীক্ষার্থীদের ছবির জায়গায় জ্বলজ্বল করছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মহেন্দ্র সিং ধোনির ছবি। এমনকি বিহার রাজ্যের রাজ্যপাল ফাগু চৌহানের ছবিও রয়েছে একটি আবেদনপত্রে। ঘটনাটি কিছু পরীক্ষার্থীদেরই কুকীর্তি অনুমান করে ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশে অভিযোগ জানিয়েছেন।

এছাড়া প্রাথমিক তদন্তে জড়িত থাকা শিক্ষার্থীদের নাম জানতে পেরেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিহারের মধুবনী, সমস্তিপুর, বেগুসরাই জেলার বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে। প্রত্যেকটি কলেজই নারায়ণ মিথিলা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মুস্তাক আহমেদ জানিয়েছেন, এই ঘটনায় অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

মুস্তাক বলেছেন, ‘পরীক্ষার্থীদের অনলাইনে ফর্ম পূরণ করতে বলা হয়েছিল। যা আমাদের প্রবেশ পত্র তৈরির ডেটা সেন্টারে প্রক্রিয়াকরণ করার কথা ছিল। কিন্তু কিছু পরীক্ষার্থী অনলাইনে ফর্ম পূরণের সুযোগ নিয়ে দায়িত্বজ্ঞানহীন কাজ করেছেন। তাদের উপযুক্ত শাস্তি হবে। ‘

সূত্র : আনন্দবাজার।

 

 

কিউটিভি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:১০

▎সর্বশেষ

ad