
মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী : বন্ধুত্বের বন্ধন থাকুক চির অটুট,,এই শ্লোগান কে সামনে রেখে ৯ ই সেপ্টেম্বর রোজ শুক্রুবার নরসিংদী জেলা এস,এস সি ৯২ ব্যাচের বন্ধুদের উদ্যোগে শীতলক্ষা নদীতে নৌ বিহার ও ৯২ ব্যাচের বন্ধু সাইফুলের জম্মদিন ,বিশাল একটি কেক কেটে পালন করে। উক্ত নরসিংদী জেলার প্রায় দুই শতাদিক বন্ধু আজ শীতলক্ষ্যাা নদীতে সারাদিন নৌ বিহারে অনেক আনন্দ করেছে। সবাই যার যার মত করে গান,নেত্ব,কবিতা,কৌতুক, ছাড়া আবৃতি করে।ফাকে ফাকে চলে অতিথি শিল্পির গান ও আমাদের বন্ধু স্বপনের গান।ঢাকা থেকেও বেশ কিছু ৯২ ব্যাচ এর বন্ধুরা ও ৯২ ব্যাচের নৌ বিহারে যোগ দেন। ডিসি থেকে শুরু করে ডিফেন্সের লোক , প্রশাসনের উচ্চ পদস্থ ডজন খানেক অফিসার , ডাঃ ইঞ্জিনিয়ার,সাংবাদিক সহ সকল শ্রেণী পেশার বন্ধুদের মিলন মেলা ছিলো নৌ বিহারে ।
এইজন্যই অনেকে বলে নরসিংদী জেলা ৯২ ব্যাচ বাংলাদেশের একটি সেরা ব্যাচ। সকল বন্ধুদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় বন্ধু সাইফুল কে সবাই কে ৩ বেলা খাবারের ব্যাবস্হা করে দেওয়ার জন্য। ধন্যবাদ জানানো হয় আমির হোসেন, ভিপি হাফিজ ও স্বপ্না কে গামছা ও গেন্জির ব্যাবস্হা করার জন্য। আরো ধন্যবাদ জানানো হয় যারা জাহাজ ভাড়ার অতিরিক্ত টাকা দিয়ে সহ যোগিতা করেছে। তারা হলো ইসরাত ঝুনা সরকার,সাংবাাদিক নজরুলইসলাম, ফররুখ আহাম্মদ,মোঃ বশির ভুইয়া, মনিরুল ইসলাম,রিয়াজুল ইসলাম রিয়াজ, হাজী মোমেন, এডভোকেট রত্না, মনির মাষ্টার,ফারজানা শেলী,শাহানা,এডঃ লিটন, রতন মাষ্টার। সকল বন্ধুরা আন্তরিক ভাবে ধন্যবাদ জানান নৌ বিহার বাস্হবায়ন কমিটির সদস্যদের কারন তারা সুন্দর ভাবে নৌ বিহার সফল করেছে।।ধন্যবাদ জানানো হয় আলোকিত ৯২৯৪ গ্রুপেরর বন্ধু ডাঃ আকবর ও মুন্নিকে সুন্দর গান ও নৃত্ব পরিবেশন করার জন্য। ধন্যবাদ জানানো হয় আমার স্কুল জীবনের বন্ধু আবু সাদাত মামুন কে কারনে সে সুন্দর ও আকর্শনিয় জাদু দেখিয়েছে।
কিউটিভি/অনিমা/১১.০৯.২০২২/বিকাল ৫.১৮