ব্রেকিং নিউজ
বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার

বিয়ের দাবিতে পুলিশ সদস্যের বাড়িতে অনশন, অতঃপর…

Ayesha Siddika | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ - ০৫:১১:৫৭ পিএম

ডেস্ক নিউজ : ঢাকার ধামরাইয়ে বিয়ের দাবিতে এক পুলিশ কনস্টেবলের বাড়িতে এক সাব-ইন্সপেক্টরের বোনের দিনভর অনশনের খবর পাওয়া গেছে।  শুক্রবার ঘটনাটি ঘটেছে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের সিন্ধুলিয়া গ্রামের পুলিশ কনস্টেবল মো. রাশেদ আহাম্মেদের বাড়িতে। পরে ওই পুলিশ কনস্টেবল শনিবার সকালে ওই তরুণীকে নিয়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, সিন্ধুলিয়া গ্রামের মো. আফজাল হাকিমের ছেলে পুলিশ কনস্টেবল মো. রাশেদ আহম্মেদের সঙ্গে বছর দেড়েক ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে পাশের নান্নার ইউনিয়নের ঘোড়াকান্দা গ্রামের মো. মুমিনুল মুসার মেয়ে ও সাব ইন্সপেক্টর মো. মাসুদ রানার বোন মাসুমা আক্তারের। মাসুমা আক্তার ধামরাই সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। প্রেমিকা ওই কলেজছাত্রী বিয়ের জন্য ওই পুলিশ কনস্টেবলকে চাপ দিলে সে বিয়ে না করে শুধু টালবাহানা করে সময়ক্ষেপণ করতে থাকে। এতে ওই কলেজছাত্রী তার প্রতি বিরূপ হয়ে যায়। এরই জের ধরে শুক্রবার সকাল ৯টার দিকে সে ওই পুলিশ কনস্টেবলের বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। এ সময় ওই পুলিশ কনস্টেবল বাড়িতেই অবস্থান করছিল। এভাবে দিনভর ওই কলেজছাত্রী ওই বাড়িতে অনশন করে। সন্ধ্যার দিকেও তাকে ওই বাড়িতেই অবস্থান করতে দেখেন এলাকাবাসী।

খবর পেয়ে রাতে ওই বাড়িতে এলাকার লোকজন গিয়ে ওই কলেজছাত্রীকে দেখতে না পেয়ে ওই বাড়ির লোকজনের কাছে জানতে চাইলে তারা এ বিষয়ে কোনো কথা বলতে চাননি। বিষয়টি জানার জন্য ওই কলেজছাত্রীর বাবা মুমিনুল হক মুসার বাড়িতে জানতে গেলে তারা জানান— তাদের মেয়ে বাড়িতে আসেনি। অনশনরত প্রেমিকা ওই কলেজছাত্রীর নিখোঁজের বিষয়টি এলাকায় ব্যাপক ধূম্রজালের সৃষ্টি হয়েছে। শনিবার সকালে এ ব্যাপারে এলাকাবাসী সোচ্চার হয়ে উঠলে পুলিশ কনস্টেবল সকালে বাড়ি ছেড়ে আত্মগোপন করে।

 এ ব্যাপারে রাশেদের বাবা আফজাল হাকিম বলেন, মেয়েটি আমার বাড়িতে এসে দিনভর অবস্থান করছিল এ কথা সত্য। তবে রাতের বেলা সে আমার বাড়ি ছেড়ে চলে গেছে। আমার ছেলে বাড়ি এলে আবার ওই মেয়ে আমার বাড়িতে আসবে বলেছে। ওই মেয়ে আমার বাড়িতে এসে বিয়ের দাবি জানালে আমার ছেলে রাশেদ বাড়ি ছেড়ে চলে যায়। ছেলে যদি তাকে বিয়ে করে আমাদের কোনো আপত্তি নেই। এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ আতিকুর রহমান বলেন, এ ব্যাপারে কেউ থানায় কোনো অভিযোগ জানাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউটিভি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৮

▎সর্বশেষ

ad