
স্পোর্টস ডেস্ক : ক্রিকেটবিশ্বকে দুর্দান্ত দুটি সপ্তাহ উপহার দিয়ে আজ পর্দা নামছে এশিয়া কাপের ১৫তম আসরের। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে মুখোমুখি পাকিস্তান ও শ্রীলংকা। টুর্নামেন্টের শুরুতে পাকিস্তানকে ফেভারিট মানা হলেও শ্রীলংকাকে বিদায়ের দলেই রাখা হয়েছিল। আর সেই শ্রীলংকা সুপার ফোরে এসেই চমক দেখাল। টানা চার ম্যাচ জিতল। উঠল ফাইনালে। সবশেষ ম্যাচে পাকিস্তানকেও ৫ উইকেটে উড়িয়ে দিল।
লঙ্কান অধিনায়কের উদ্দেশ্যে সাঙ্গকারা বলেছেন, ‘দাসুন, তোমাকে এবং শ্রীলংকা দলকে এই বার্তা পাঠানো আমার জন্য খুব আনন্দের এবং সম্মানের। এশিয়া কাপের ফাইনালে মাঠে নামার আগে তোমাদের জন্য আমার শুভকামনা। আমি তোমাদের খেলায় নজর রাখছি। তোমাদের দল কেবল এই এশিয়া কাপ নয় পুরো মাসজুড়ে যেই ক্রিকেট খেলছো এটা অনুপ্রেরণামূলক। তোমরা মারাত্মকরকম ভালো খেলছ। তোমরা সবাই একেকজন নেতা।’
তিনি আরও বলেন, ‘দল যখন খাদের কিনারায় তখনই তোমরা নিজেদের সেরা পারফরম্যান্স দেখিয়েছে। যা সবাইকে অনেক আনন্দ দিচ্ছে। শানাকা, তোমার দল শ্রীলংকার সবার ভালোবাসার পাত্র হয়ে উঠছ। সবকিছুর জন্য ধন্যবাদ।’ফাইনালে শ্রীলংকাকে একটি দল হয়ে খেলার পরামর্শ দিয়ে সাঙ্গাকারা বলেন, ‘আর কেবল একটি ম্যাচে তোমরা তোমাদের সেরাটা উপহার দাও। তোমাদের এই দলে অবিশ্বাস্য সব প্রতিভা এবং যোগ্য ক্রিকেটার আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমরা একটা দল হয়ে খেলছ। এখন মাঠে যাও এবং শিরোপা নিয়ে আসো। শুভকামনা রইল।’
কিউটিভি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৪