ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

নাটোরে উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন

superadmin | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ - ০২:২২:১৫ পিএম

ডেস্কনিউজঃ নাটোরে উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

রোববার সকাল পৌনে ১১টার দিকে নাটরের লালপুরের আব্দুলপুর রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। পরে অতিরিক্ত ইঞ্জিন লাগিয়ে ট্রেনটি পুনরায় চালু করে গন্তব্যের দিকে যাত্রা করে। দুর্ঘটনার পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

আব্দুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার জিয়াউদ্দিন ও স্থানীয়রা জানান, সকালে পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর স্টেশনে এসে পৌঁছায়। পরে পৌনে ১১টার দিকে ট্রেনের ইঞ্জিনটি ঘুরিয়ে লাইনে উঠানোর সময় হঠাৎ করে ইঞ্জিনে আগুনের ধোঁয়া দেখতে পায় রেলের কর্মকর্তা-কর্মচারীরা। কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনে আগুন জ্বলতে শুরু করে। এ সময় ট্রেনে থাকা যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক স্টেশন কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে অতিরিক্ত ইঞ্জিন লাগিয়ে যাত্রীদের নিয়ে রাজশাহীর উদ্দ্যেশে রওনা দেয় ট্রেনটি।

বিপুল/১১.০৯.২০২২/ দুপুর ২.১৮

▎সর্বশেষ

ad