ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

উর্বশী কে? তাঁকে তো আমি চিনিই না : নাসিম শাহ (ভিডিও)

Ayesha Siddika | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ - ১২:১৯:৪৪ পিএম

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে একের পর বিবাদে বরাবরই আলোচনায় থাকছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাওতেলা। তবে এবার এক পাকিস্তানি বোলারের জন্য নতুন করে হলেন সমালোচনার শিকার তিনি! সম্প্রতি এশিয়া কাপ চলাকালীন পাকিস্তানের বোলার নাসিম শাহর সঙ্গে একটি ভিডিও অনলাইনে প্রকাশ করেছেন উর্বশী। তারপরই সমালোচনা শুরু হয়েছে ভারতীয় অভিনেত্রীর। ভিডিওতে দেখা যায়, গ্যালারিতে বসে রয়েছেন অভিনেত্রী।

অপরদিকে মাঠে খেলছেন পাকিস্তানি বোলার নাসিম। দুজনের হাসিমুখের কিছু ঝলক নিয়েই বানানো হয়েছে ভিডিওটি। এমনকি ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলামের ‘কোই তুঝকো না মুঝসে চুরা লে’ গানটি ব্যবহার করা হয়েছে। তবে মজার বিষয় হলো নাসিম শাহ নাকি উর্বশীকে চেনেনই না।

এক সাক্ষাৎকারে নাসিম বলেছেন যে, তিনি উর্বশীকে চেনেনই না। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উর্বশীর প্রসঙ্গে চলে আসে। তখন এক সাংবাদিক নাসিমকে প্রশ্ন করেন, ‘উর্বশীর নাম শুনে হাসছেন, আপনি কি জানেন যে সে আপনাকে দেখতে আসে। আর ক্রিকেটের পর শোবিজের দিকে যাওয়ার ইচ্ছা আছে?’ জবাবে নাসিম বলেন, ‘না, এমন পরিকল্পনা নাই। আর হাসি তো পাচ্ছে আপনার প্রশ্ন শুনে। উর্বশী কে? সে কী করে তা আমি জানিই না। জানি না লোকজন কেন এমন ভিডিও বানায়। কী হয়েছে তা আমি জানিই না। ’

এরপর আরেকজন সাংবাদিক বলেন, ‘উর্বশী তো আপনার জন্য পাকিস্তানের খেলা দেখতে আসেন। ’ তখন নাসিম বলেন, ‘সত্য কথা বলতে কি, আমি এসবের কিছুই জানি না। আমি তো মাঠে শুধু নিজের খেলাটা খেলি। ’

 

 

কিউটিভি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৮

▎সর্বশেষ

ad