ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

এবার রাশিয়ার কাছে পারমাণবিক অস্ত্র চাইবে এই দেশ

Ayesha Siddika | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ - ০৯:১০:২৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : য়ার কাছে পারমাণকিক অস্ত্র চাইবেন বলে জানিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। বৃহস্পতিবার এক লাইভ সম্প্রচারে তিনি এ কথা বলেন। লুকাশেঙ্কো বলেন, পার্শ্ববর্তী দেশ পোল্যান্ডে যদি যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র মোতায়েন করে কিংবা বেলারুশ যদি আগ্রাসনের শিকার হয়, তাহলে রাশিয়ার কাছে তারা পারমাণবিক অস্ত্র চাইবে। 

অবশ্য পারমাণবিক অস্ত্রের ব্যবহারে খুব একটা ইচ্ছুক নন বেলারুশ। এ ব্যাপারে তিনি বলেন, কৌশলগত পারমাণবিক অস্ত্র। এখন নয়, আগামীকাল নয়, পরশুও নয়। কিন্তু বেলারুশ যদি হঠাৎ আক্রমণের শিকার হয়, বা আমেরিকানরা যদি পোল্যান্ডে এই ধরনের অস্ত্র দিয়ে থাকে, তাহলে আমাদেরও এসব অস্ত্র থাকা উচিত। আমরা এরই মধ্যে পারমাণবিক অস্ত্র বহনের জন্য সামরিক বিমানগুলোকে প্রস্তুত করেছি। 

প্রসঙ্গত, পোল্যান্ড নিজেদের ভূখণ্ডে মার্কিন পারমাণবিক অস্ত্র মোতায়েনের খবরে পুতিনের কাছে উদ্বেগ প্রকাশ করেছিল বেলারুশ। এরপরই পুতিন বেলারুশকে পারমাণবিক সক্ষমতাসম্পন্ন স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রব্যবস্থা দেওয়ার ঘোষণা দেন। সেই ক্ষেপণাস্ত্রব্যবস্থা দিয়ে পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য মোতায়েনের জন্য প্রস্তুতিও শেষ করেছে বেলারুশ। 

ইস্কান্দার-এম ব্যবস্থা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ৫০০ কিলোমিটার (৩১০ মাইল) দূরত্ব পর্যন্ত আঘাত হানতে পারে। ইস্কান্দার-এম ব্যবস্থা প্রচলিতের পাশাপাশি পরমাণুবাহী ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে। এবার রাশিয়ার কাছে সরাসরি পরমাণবিক অস্ত্র চাওয়ার ঘোষণা দিল বেলারুশ। 

 

কিউটিভি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:০৮

▎সর্বশেষ

ad