
স্পোর্টস ডেস্ক : বাঁচা-মরার লড়াইয়ে আজ শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। সুপার ফোরে যেতে হলে জয় দরকার দু’দলেরই। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ। টাইগাদের একাদশে এসেছে তিনটি পরিবর্তন।
একাদশে জায়গা পেয়েছেন সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ ও এবাদত হোসেন। দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ নাঈম শেখ, এনামুল হক বিজয় ও সাইফউদ্দিন। আজ বাংলাদেশের হয়ে ওপেনিং করেছেন সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ। সাব্বির ফিরেছেন ৬ বলে ৫ রান করে। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ৬ ওভারে ১ উইকেটে ৫৫ রান। মিরাজ ৩৮ ও সাকিব আল হাসান ৪ রানে ব্যাট করছেন।
কিউটিভি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:০০