
আন্তর্জাতিক ডেসক্ : েজার্মানির সাবেক চ্যান্সেলর গেরহার্ড শ্রোয়েডার বুধবার জার্মান গণমাধ্যম এনটিভিকে বুধবার জানিয়েছেন, তিনি গত সপ্তাহে মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছেন। তাছাড়া তিনি রাশিয়া-ইউক্রেনের মধ্যে সম্প্রতি হওয়া শস্য চুক্তি নিয়েও কথা বলেছেন। তিনি বলেছেন, (আলোচনার মাধ্যমে) প্রথম সাফল্য হলো শস্য চুক্তি। সম্ভবত এটি ধীরে ধীরে একটি যুদ্ধবিরতিতে যেতে পারে।
সাবেক চ্যান্সেলর আরও বলেন, ভালো খবর হলো ‘রাশিয়া আলোচনার মাধ্যমে একটি সমাধান চায়।’জার্মানির সাবেক চ্যান্সেলরের এমন মন্তব্যের পর যুদ্ধবিরতির আলোচনার জন্য নিজেদের শর্তের কথা জানিয়েছে ইউক্রেন। প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোদোলায়েক টুইটে বলেছেন, যদি রাশিয়া আলোচনা চায়। বল তাদের কোর্টে। প্রথমে- যুদ্ধবিরতি এবং সেনাদের প্রত্যাহার, তারপর গঠনমূলক আলোচনা।
জার্মানির সাবেক চ্যান্সেলর গেরহার্ড শ্রোয়েডার আরও বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট কখনো রাশিয়ার কাছ থেকে ক্রিমিয়া পুনর্দখল করতে পারবেন না। তিনি আরও জানান, ক্রিমিয়া রাশিয়ারই অংশ। তাছাড়া ২০০৮ সালে জার্মানির তৎকালীন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ন্যাটো সম্মেলনে ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দিতে অস্বীকৃতি জানিয়ে ঠিক কাজ করেছিলেন বলেও দাবি করেছেন গেরহার্ড শ্রোয়েডার।
আর ইউক্রেন নিয়ে এসব মন্তব্য করায় গেরহার্ড শ্রোয়েডারকে ‘রাশিয়ার রাজকীয় কোর্টের মুখপাত্র’ বলেও অভিহিত করেন জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোদোলায়েক।
সূত্র: রয়টার্স
কিউটিভি/আয়শা/০৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:৪০