ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

আটোয়ারীতে ড্রেজার মেশিন দিয়ে বালি-পাথর উত্তোলন বন্ধ করে দিল পুলিশ

Anima Rakhi | আপডেট: ২৯ জুলাই ২০২২ - ০৯:৫২:২৮ পিএম

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে সরকারের অনুমতি ছাড়া ড্রেজার মেশিন ব্যবহার করে বালি-পাথর উত্তোলন কার্যক্রম বন্ধ করে দিয়েছে আটোয়ারী থানা পুলিশ। জানাগেছে, উপজেলার মির্জাপুর ইউনিয়নের ঝলঝলী (উলারচাপ) এলাকায় ‘ইনোভেটিভ টি প্রসেসিং লিঃ’ কর্তৃপক্ষ ক্রয়কৃত নিজস্ব জমিতে সরকারের নিয়ম নীতি উপেক্ষা করে প্রকাশ্যে ড্রেজার মেশিন বসিয়ে বালি-পাথর উত্তোলন করছে। অবৈধভাবে জমি থেকে বালি-পাথর উত্তোলন করার সংবাদ পেয়ে বৃহস্পতিবার(২৮ জুলাই) আটোয়ারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বালি পাথর উত্তোলন বন্ধ করে দেন।

এব্যাপাারে আটোয়ারী থানার এসআই আবু তালেব ও এএসআই পরিতোষ বলেন, ওসি মহোদয়ের নির্দেশে ঘটনাস্থলে গিয়েছি এবং ড্রেজার মেশিন দিয়ে জমি থেকে বালু-পাথর উত্তোলন বন্ধ করে দিয়ে তাদেরকে ইউএনও স্যারের সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়েছি। তবে বালু পাথর উত্তোলনকারী লোকজন বলেছেন, যে জমিতে ড্রেজার মেশিন বসানো হয়েছে সেটা তাদের ক্রয়কৃত জমি। ড্রেজার মেশিন বালু পাথর উত্তোলনের জন্য বসানো হয়নি। সেটা বসানো হয়েছে ইনোভেটিভ টি প্রসেসিং লিঃ এর মাঠ ভরাট করার উদ্দেশ্যে।

কিউটিভি/অনিমা/২৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:৫২

 

▎সর্বশেষ

ad