ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

ফুলবাড়ীতে অধিকার ও সহাবস্থান ইস্যু ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত 

Anima Rakhi | আপডেট: ২৪ জুলাই ২০২২ - ০৩:১২:৪৭ পিএম

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ীতে সিভিল সোসাইটি, গণমাধ্যম এবং অন্যান্য জনগণের সাথে অধিকার ও সহাবস্থান ইস্যু ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত।গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলা সুজাপুরস্থ এনডিএফএর সভাকক্ষে অধিকার ও সহাবস্থান ইস্যু ভিত্তিক সেমিনারে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা আদিবাসী ফেডারেশনের সভাপতি কলম্বাস মার্ডী। এতে প্রধান অতিথি হিসেবে ও প্রশিক্ষণ কর্মকর্তা হিসেবে বক্তব্য রাখেন নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন- এনডিএফ এর দিনাজপুরের মোঃ মেজবাউল সরকার।

তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান এ দেশের আদিবাসী জনগোষ্ঠীর আজ নানা সমস্যায় জরজরিত তার মধ্যে বড় সমস্যা ভূমি সমস্যা। তাদের ভূমি আজ বে-দখল করা হয়েছে এবং হচ্ছে। অর্থনৈতিক ও সামাজিক দিক সহ অন্যান্য দিকেও তারা অন্যায্যতার শিকার হচ্ছে। অথচ আদিবাসীদের কাছে ভূমি জীবন, ভূমি অস্তিত তাই আদিবাসীদের ন্যায দাবি আদায় হচ্ছে না। তারা সমাজে কোন সুযোগ সুবিধা পাচ্ছে না। এতে বক্তব্য রাখছেন ফুলবাড়ী নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর উপজেলা ম্যানেজার নিকানুর বাস্কে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোম কিস্কু, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন। সেমিনারে পৌরসভা ও কাজিহাল ইউনিয়ন পরিষদ বাদে ৬টি ইউনিয়নের এনডিএফ এর সদস্যবৃন্দগণ উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন ফুলবাড়ী নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর উপজেলা ম্যানেজার নিকানুর বাস্কে। আয়োজনে ছিলেন, ফুলবাড়ী নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।

কিউটিভি/অনিমা/২৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:১২

▎সর্বশেষ

ad