ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

আটোয়ারীতে চোরাই গরু উদ্ধার ! চোর পলাতক

Anima Rakhi | আপডেট: ১১ জুলাই ২০২২ - ১০:২৮:০০ পিএম

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে চোরাই গরু উদ্ধার করেছে আটোয়ারী থানা পুলিশ। সোমবার (১১ জুলাই) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের ইসমাইল হোসেন(৫০) এর বাড়ী থেকে একটি বাছুর সহ ৪টি চোরাই গরু উদ্ধার করা হয়। জানা গেছে, প্রায় দুই বছর আগে বার আউলিয়া ঢাঙ্গাঢাঙ্গী নতুন বাড়ী থেকে সমসের আলীর ১টি গরু, ১১মে ২০২২ তারিখের রাতে বার আউলিয়া গ্রামের জয়ন্ত বর্মনের ১টি গরু এবং ৩জুন ২০২২ তারিখের রাতে একই গ্রামের দেলোয়ার হোসেনের বাছুর সহ একটি গাভী চুরি হয়। গোপন সংবাদ পেয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা’র দিক নির্দেশনা মোতাবেক থানার এসআই আব্দুর রশিদ এর নেতৃত্বে জরুরী ফোর্স নিয়ে এলাকাবাসীর সহযোগিতায় কৃষ্ণনগর গ্রামের মৃত ফজিলর রহমানের পুত্র ইসমাইল হোসেন(৫০) এর বাড়ী ঘেরাও করে।

পুলিশ তল্লাশি চালিয়ে টিন সেটের একটি পাকা ঘর হতে বাছুর সহ ৪টি চোরাই গরু উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইসমাইল বাড়ী থেকে পালিয়ে গিয়ে আত্বগোপন করে। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা বাছুর সহ ৪টি গরু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গরু উদ্ধারের সময় গৃহকর্তা ইসমাইল হেসেনকে না পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষনিক তার স্ত্রী ও তার পুত্রবধুকে থানায় নিয়ে আসা হয়েছে। আর উদ্ধারকৃত গরুগুলির মালিকানাও দাবী করছেন কয়েকজন। উপযুক্ত স্বাক্ষী প্রমাণ উপস্থাপন করতে পারলে গরুগুলো প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটোয়ারী থানায় ইসমাইল হোসেনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

কিউটিভি/অনিমা/১১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:২৬

▎সর্বশেষ

ad