
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০০ বোতল ফেনসিডিলসহ কবির হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকা থেকে একটি অটো ভ্যানের ঝুড়ির মধ্যে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় এসব ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাগর কুমার বর্মনের নেতৃত্বে ৮নং কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকায় একটি অটো ভ্যান থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এসময় অটো ভ্যানটি জব্দ ও মাদক কারবারি কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হওয়ার পর দুপুরের দিকে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
কিউটিভি/অনিমা/০১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪২