
মো আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার হাট মাধবপুরে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গতকাল ২৭ জুণ সোমবার বিকাল ৫টায় উপজেলার ৪নং আটগাঁও ইউনিয়নে হাট মাধবপুরে হাট মাধবপুর মানব কল্যান সংগঠনের উদ্যোগে আয়োজিত মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আফছার আলী, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাসান, উপজেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি ও সমাজ সেবক ফয়জুল আলম বাবলু চৌধুরী, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, ইউপি সদস্যা মোছাঃ ফাতেমা বেগম ।
হাট মাবধপুর মানব কল্যান সংগঠনের সভাপতি মোঃ ইমরান হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোঃ মোমিন খাঁন, মোঃ মাসুদ রানা, আহনাফ চৌধুরী, সাংবাদিক আশিকুর রহমান। মাদব বিরোধী সমাবেশে বক্তারা, সমাজ থেকে মাদক নিমূল করার লক্ষে নিজ নিজ উদ্যোগে কাজ করার আহবান জানান। মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে মাদকের কুফল তুলে ধরে গনসচেতনতা সৃষ্টির জন্য ব্যাপক প্রচার প্রচারনার আহবান জানানো হয়। মাদক বিক্রেতা ও ক্রেতাদের চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানানো হয়।
কিউটিভি/অনিমা /২৭.০৬.২০২২/ রাত ১০.৩৮