ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

স্বামীর ঘর ছেড়ে স্কুল পড়ুয়া ভাগিনার সাথে উধাও মামী

Anima Rakhi | আপডেট: ২৫ জুন ২০২২ - ০১:১৭:২৮ পিএম
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : স্বামীর সংসার ও ছয় বছরের শিশু সন্তানকে রেখে প্রেমের টানে স্কুল পড়ুয়া ভাগিনার সাথে উধাও হলেন মামী সেলিনা আকতার (২৫)। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় লালমনিরহাট জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।মামী সেলিনা আকতার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের একাব্বর আলীর মেয়ে। ভাগিনা শফিউল ইসলাম সফি (১৬) এবার এসএসসি পরীক্ষার্থী।শুক্রবার (২৪ জুন) সন্ধ্যায় হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন স্বামী আবদুল্লাহ।অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৫ সালে সেলিনা আকতারের সঙ্গে বিয়ে হয় আবদুল্লাহর। বৃহস্পতিবার (২৩ জুন) সকালের দিকে মেয়ের স্কুলড্রেস কেনার কথা বলে স্ত্রী সেলিনা আকতার বাড়ি থেকে বাহির হওয়ার পর আর ফিরে আসেনি। পরে আত্মীয়-স্বজন ও বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুজি করে না পেয়ে জানতে পারেন পরকীয়া কারনে তারই ভাগিনার সাথে (আপন চাচাতো বোনের ছেলে) পালিয়ে গেছে স্ত্রী সেলিনা।

আবদুল্লাহর দুলাভাই আনছার আলী বলেন, ভাগিনার সাথে মামী সেলিনার পরকীয়া সম্পর্কের কারনে অনেকবার স্থানীয়ভাবে সালিশও হয়েছে।  গত একমাস আগেও সালিশ বৈঠকে তাদের দুজনকেই সতর্ক করে দেয়া হয়েছে তাদের বিরুদ্ধে এরকম অভিযোগ আর যেন না আসে। কিন্তু কোনোভাবেই তাদের ভালোবাসার সম্পর্ক ছিন্ন করা গেলো না। অবশেষে স্কুল পড়ুয়া ওই ভাগিনার সাথে সংসার সন্তান রেখে পালিয়ে গেলেন আব্দুল্লাহর স্ত্রী সেলিনা আকতার।তিনি আরও বলেন, ভাগিনা শফিউল ইসলাম সফি আব্দুল্লাহ আপন চাচাতো বোন বুলবুলির ছেলে। দুই বছর ধরে ভাগিনার সাথে মামীর পরকিয়া সম্পর্ক গড়ে উঠে। সেই পরকিয়া প্রেমের টানেই সুযোগ বুঝে বাড়িতে রাখা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় সেলিনা। মামী ও ভাগিনার এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।

সেলিনার স্বামী আবদুল্লাহ বলেন, ‘৬ বছরের একটি মেয়েকে রেখে ভাগিনার হাত ধরে সেলিনা কীভাবে যেতে পারে? আমার বিশ্বাসই হচ্ছে না। যাওয়ার সময় সেলিনা আমার জমানো টাকা-পয়সা সব নিয়ে গেছে। এখন আমি অসহায়। আমি কীভাবে মানুষকে মুখ দেখাবো? এই কথা গুলো বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ করেছেন সেলিনার স্বামী আবদুল্লাহ। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কিউটিভি/অনিমা/২৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:১৭

▎সর্বশেষ

ad