ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

সামাজিক ফান্ড ফুলবাড়ী দরিদ্র শিক্ষার্থী ও কিডনি রোগীকে আর্থিক সহায়তা প্রদান 

Anima Rakhi | আপডেট: ২৪ জুন ২০২২ - ০৪:১০:৪২ পিএম

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে বন্ধুদের সঞ্চিত অর্থে একজন কিডনি রোগি ও একজন দরিদ্র শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করেছেন সেবামূলক সংগঠন সামাজিক ফান্ড ফুলবাড়ী।গতকাল শুক্রবার সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি গ্রামের বিনা রানী নামে একজন কিডনি রোগী ও নন্দিগ্রামের রওশন আরা নামে এক দরিদ্র শিক্ষাথীকে এই নগদ অর্থ সহায়তা প্রদান করেন তারা।সংগঠন সুত্রে জানা গেছে, ২০০৩ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী বন্ধুদের সমন্বয়ে গঠিত সামাজিক ফান্ড ফুলবাড়ী নামে এই সেবামূলক সংগঠনটি ২০২১ সাল থেকে এলাকার দুস্থ্য শিক্ষার্থী ও রোগীদের আর্থিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছেন। এরই ধারাবাহিকতায় এই আর্থিক অনুদান প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সামাজিক ফান্ড ফুলবাড়ীর অন্যতম সদস্য ব্যবসায়ী রুবেল হোসেন, প্রভাষক জয়ন্ত চৌধুরী,প্রভাষক লেলিন,ব্যবসায়ী সাদরুল ইসলাম শিমুল,ব্যবসায়ী হুমায়ুন কবির,ব্যবসায়ী সজল মাহমুদ,ব্যবসায়ী সোহেল রানা প্রমুখ।সংগঠনের সদস্য প্রভাষক জয়ন্ত চৌধুরী জানান,সামাজিক ফান্ড ফুলবাড়ী নামের এই সংগঠনটি একটি সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন। যা ২০০৩ সালের এসএসসি ব্যাচের বন্ধুদের সমন্বয়ে ২০২১ সালের ১লা সেপ্টেম্বর সংগঠনটি গঠন করা হয়। এই সংগঠনের বন্ধুরা দেশের বিভিন্ন স্থানে কর্মরত থেকে সকলে মিলে ‘সামাজিক ফান্ড ফুলবাড়ী’ নামের এই সংগঠনের ফান্ডে-অর্থ জমা করে,সেই অর্থ দিয়ে এই সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। বর্তমানে এর সদস্য সংখ্যা ২৩জন,এ পর্যন্ত ৪২টি দরিদ্র পরিবারের মাঝে এই আর্থিক সহায়তা প্রদান করেছেন। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কিউটিভি/অনিমা/২৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১০

▎সর্বশেষ

ad