
ডেস্ক নিউজ : শুনলে অবাক হতেই পারেন, তবে ঘটনা সত্য। পশ্চিমবঙ্গের এক যুবকের পেটে প্রচণ্ড ব্যাথা হলে শরণাপন্ন হন চিকিৎসকের কাছে। যা গড়ায় অস্ত্রোপচার পর্যন্ত। আর সেখানেই বিপত্তি! অস্ত্রোপচারের সময় সেই যুবকের পেট থেকে একে একে বেরিয়ে আসে ২৫০টি পেরেক, ৩৫টি মুদ্রা ও বেশ কিছু পাথর কুচি।
জানা যায়, পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমানের কৃষ্ণবাটি গ্রামের এক যুবকের নাম মইনুদ্দিন। বয়স ৩৮। পূর্ব বর্ধমানের এই ব্যক্তি সুযোগ পেলেই পেরেক, কয়েন, পাথর খেয়ে ফেলতেন। বাড়ির লোকেরা এ বিষয়ের একদম টেরই পাননি। কিন্তু কয়েকদিন আগে ওই ব্যক্তি মারাত্মক পেটে ব্যথা অনুভব করেন।
এরপরেই বর্ধমান মেডিক্যাল কলেজে ওই ব্যক্তিকে ভর্তি করানো হয়। বিশেষ বোর্ডও গঠিত হয়। তারপরে অস্ত্রোপচারে ওই রোগীর পেট থেকে প্রচুর পরিমাণে পেরেক, কয়েন এবং পাথর বের হয়।
চিকিৎসকদের মতে, ২৫০টি পেরেক, ৩৫টি কয়েন ও বেশ কিছু পাথর কুচি বের হয় অসুস্থ যুবকের পেট থেকে। আপাতত তিনি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
তবে অন্যদিকে জানা যায়, দীর্ঘ সময় ধরেই না কি মানসিক সমস্যায় ভুগছিলেন এই যুবক।
এবিষয়ে মইনুদ্দিনের ভাই মসলিন উদ্দিন বলেন, “ভাইয়ের মানসিক রোগ রয়েছে। এ জন্য তিনি এসব খেয়ে ফেলেছিলেন। এখন সুস্থ।”
সূত্র: আজতাক বাংলা
কিউটিভি/অনিমা/১৮.০৭.২০২২/দুপুর ১.৩৬