লাবুশানেকে হটিয়ে শীর্ষে রুট

Ayesha Siddika | আপডেট: ১৫ জুন ২০২২ - ০৪:০২:২৬ পিএম

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে ইংল্যান্ডকে দারুণ এক জয় এনে দিয়েছিলেন জো রুট। ট্রেন্টব্রিজে দ্বিতীয় টেস্টেও খেলেছেন ১৭৬ রানের ইনিংস। এর সুবাদে আইসিসি র‍্যাংকিংয়ের শীর্ষস্থানটাও দখল করে নিলেন এই ইংলিশ ব্যাটার। দীর্ঘদিন এক নম্বরে থাকা অজি ব্যাটার মার্নাস লাবুশানেকে টপকে টেস্টে রুটই এখন ‘নাম্বার ওয়ান’। রুটের বর্তমান রেটিং পয়েন্ট ৮৯৭, আর লাবুশানের ৮৯২। তিনে আছেন আরেক অজি তারকা স্টিভেন স্মিথ। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম আছেন চারে। ভারতের বিরাট কোহলির অবস্থান ১০ নম্বরে।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাস। ৭২৪ পয়েন্ট নিয়ে তিনি আছেন ১২ নম্বরে। এছাড়া মুশফিকুর রহিমের অবস্থান ১৬, সাকিব আল হাসানের ৪৬। তামিম ইকবাল আছেন ৩৪ নম্বরে। ৯০১ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট বোলারদের র‍্যাংকিংয়ের শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ৮৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। জসপ্রিত বুমরাহ, শাহিন শাহ আফ্রিদি ও কাগিসো রাবাদা যথাক্রমে তিন, চার ও পাঁচ নম্বরে অবস্থান করছেন। তিন ধাপ নেমে ছয়ে রয়েছেন কাইল জেমিসন।

 

 

কিউটিভি/আয়শা/১৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ৪:০০

▎সর্বশেষ

ad