ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

এটিএমে চুরি করতে ঢুকে বিপত্তি! চোরের ভুলে পুড়ে ছাই চার লাখ টাকা

Anima Rakhi | আপডেট: ১৪ জুন ২০২২ - ১১:৪২:১৪ এএম

ডেস্ক নিউজ : এটিএম থেকে টাকা চুরি করতে এসেছিল চোর। কিন্তু সে গুড়ে বালি। টাকা তো পাওয়া গেলই না, উল্টো পুড়ে গেল এটিএম মেশিনে থাকা সব টাকা। এমনই ঘটনা ঘটল ভারতের পুণের একটি এটিএমে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, প্রায় চার লাখ টাকা পুড়ে গেছে। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে এটিএমের বেশ কিছু অংশ। এই ঘটনায় আপাতত একজনকে আটক করা হয়েছে।

ঘটনাটি ঘটে সোমবার ভোররাতে। কুডালওয়াড়ি এলাকার চিখালি রোডের এইচডিএফসি ব্যাংকের এটিএমে হঠাৎ আগুন ধরে যায়। সেই দেখে ভয় পেয়ে পুলিশে খবর দেন অমল শিন্ডে নামে এক স্থানীয় ব্যক্তি। তারপরেই এলাকায় আসে পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে আসে কয়েকটি তথ্য।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এইচডিএফসি ব্যাংকের একটি এটিএমে চুরি করতে ঢুকেছিল এক চোর। সেখানে ঢুকে প্রথমেই সিসিটিভি ক্যামেরায় কালো রং ছড়িয়ে অকেজো করে দেয় সে। তারপরে গ্যাস কাটার দিয়ে এটিএম মেশিন কাটার চেষ্টা করে। তখনই বিপত্তি ঘটে। গ্যাস কাটার থেকে আগুন ধরে যায় এটিএম মেশিনে। সেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। তাতেই ক্ষতিগ্রস্ত হয় এটিএম মেশিন। সেই সঙ্গে পুড়ে যায় কিছু ফার্নিচার এবং দু’টি সিসিটিভি ক্যামেরা। ঘটনার সময়ে তিন লক্ষ আটানব্বই হাজার টাকা ছিল ওই এটিএম মেশিনে।

স্থানীয় এক ব্যক্তি এই ঘটনা দেখে পুলিশে খবর দেন। অভিযোগ পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের একটি দল। জানা গিয়েছে, এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তির পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ। 

সূত্র: সংবাদ প্রতিদিন

কিউটিভি/অনিমা/১৪.০৬.২০২২/সকাল ১১:৪২

▎সর্বশেষ

ad