
আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : সাংবাদিক আব্দুল মান্নান ভূঁইয়া জয়লা জুয়ান ডিগ্রি কলেজের গভর্ণিং বডির বিদ্যোৎসাহী সদস্য মনোনীত হয়েছেন। গত ২৫ মে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পক্ষে কলেজ পরিদর্শক স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত ডিগ্রি কলেজ সমূহের কমিটি গঠন সংক্রান্ত সংশোধীত সংবিধি-২০১৯ এর৪(২) গ ধারা মোতাবেক জয়লা জুয়ান ডিগ্রি কলেজের গঠিত গভর্ণিং বডিতে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পক্ষ হতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মোঃ আব্দুল মান্নান কে মনোনয়ন প্রদান করা হলো।
সাংবাদিক মোঃ আব্দুল মান্নান শেরপুর উপজেলার জয়লা জুয়ান গ্রামে ১৯৮১ সালে এক মুসলিম ও মুক্তিযোদ্ধা পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আলহাজ্ব মোঃ মোকছেদ আলী ভূঁইয়া। তিনি ১৯৯৫ সালে শেরপুর শহিদীয়া আলিয়া মাদ্রাসা থেকে এসএসসি সমমানের দাখিল ও ১৯৯৭ সালে আলিম পাশ করেন। এর পর তিনি সরকারি আযিযুল হক কলেজ থেকে সমাজ বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। সাংবাদিক আব্দুল মান্নান ছাত্রাবস্থায় ১৯৯৭ সালে মরহুম আমান উল্লাহ খানের পরামর্শে দৈনিক বাংলাদেশ প্রত্রিকার শেরপুর প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু হরেন।
১৯৯৯ সালে তিনি দৈনিক ইত্তেফাকে শেরপুর(বগুড়া)সংবাদদাতা হিসেবে নিয়োগ পান। তিনি অদ্যাবধি দৈনিক ইত্তেফাকে কর্মরত আছেন। এছাড়া তিনি সাপ্তাহিক বিজয় বাংলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও শেরপুর উপজেলা ক্লিনিক এন্ড ডায়াগণষ্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তাকে জয়লা জুয়ান ডিগ্রি কলেজের গভর্ণিং বডির বিদ্যোৎসাহী সদস্য মনোনীত করায় কলেজ পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক আকরাম হোসন খান, অন্যান্য সদস্য, শিক্ষক মন্ডলী এবং এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা ও সহযোগিতা কামনা করেন।
কিউটিভি/অনিমা/০৩.০৬.২০২২/রাত ৯.৩৬