ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

লালমনিরহাটে বিএসএফের পিটুনিতে বাংলাদেশি আহত 

Anima Rakhi | আপডেট: ০৩ জুন ২০২২ - ০৭:৩৯:১৮ পিএম
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর সীমান্তে বিএসএফের পিটুনিতে  সাইদুল ইসলাম (২৬) নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। শুক্রবার (৩জুন) সকালের দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে ইউপি সদস্য আব্দুল হামিদ নিশ্চিত করেছেন।এর আগে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি সীমান্তের ৯১৩/৬ সাপ পিলারে এ ঘটনা ঘটে। 

পারিবারিক ও সীমান্ত সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে চন্দ্রপুর খামারভাতি সীমান্তের ধানক্ষেত দিয়ে ৯১৩/৬ সাপ পিলারের কাছাকাছি যান সাইদুল ইসলামসহ কয়েকজন যুবক ।  ভারতীয় চোরাকারবারী কাছ থেকে ফেন্সিডিল ও ইয়াবা চালান আনতে সাইদুল ইসলামসহ সহযোগিতা। ভারতীয় বিএসএফের সদস্যরা টের পেয়ে তাদের ধাওয়া করেন। পরে সহযোগীরা পালিয়ে গেলেও সাইদুল ইসলামকে বিএসএফ সদস্যরা আটক করে। একপর্যায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সাথে ধ্বস্তাধ্বস্তি হলে অস্ত্র দিয়ে পিটিয়ে আহত করে । এক পর্যায়ে বিএসএফ সদস্যদের ধাক্কা দিয়ে পালিয়ে আসেন সাইদুল ইসলাম। পরে সেখানের গ্রামবাসীরা আহত অবস্থায় উদ্ধার করে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম তৈহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাংলাদেশিকে আটকের বিষয়ের পর বিজিবির পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। আহত সাইদুল ইসলাম আত্মগোপন রেখে চিকিৎসা নিচ্ছেন। ‌তবে আহত সাইদুল ইসলাম কোন হাসপাতালে ভর্তি রয়েছেন পরিবার গোপন রেখেছেন। 

কিউটিভি/অনিমা/০৩.০৬.২০২২/সন্ধ্যা ৭.৩৯

▎সর্বশেষ

ad