ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

হিলিতে কমতে শুরু করেছে চালের দাম

Anima Rakhi | আপডেট: ০২ জুন ২০২২ - ০৪:১৭:৫২ পিএম

মোঃ আব্দুল আজিজ,হিলি (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারী ও খুচরা বাজারে কমতে শুরু করেছে চালের দাম। কেজি প্রতি ২ থেকে ৪ টাকা কমেছে দাম। মিনিকেট চাল গত দুই দিন আগে কেজি প্রতি বিক্রি হয়েছিলো ৬৬ টাকায় বর্তমানে বিক্রি হচ্ছে ৬৪ টাকায় এবং স্বার্না জাতের চাল কেজি প্রতি ৪ টাকা কমে বিক্রি হচ্ছে ৪৬ টাকায়। সরকারী ভাবে বাজার মনিটরিং করার কারনেই কমতে শুরু করেছে দাম এবং নতুন ধানের চাল বাজারে আসলে আরোও দাম কমবে বলছেন ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।বৃহস্পতিবার (০২ জুন) দুপুরে হিলির চালের বাজার ঘুড়ে এ তথ্য পাওয়া যায়।

চাল কিনতে আসা রিক্সাচালক আরমান আলম জানান, আমি রিক্সা চালক। প্রতিদিন ২০০ থেকে ৩০০ টাকা আয় করি। বাজারের যে ভাবে নিত্যপণ্যের দাম বাড়ছে এতে করে আমার মতো গরীব মানুষের খুব সমস্যা হচ্ছে। এখন তো বোরো ধানের মৌসুম। তবুও কেন চালের দাম বাড়ছে। আমরা গরীব মানুষ। যে টাকা আয় করি তা দিয়ে বাজার করতেই শেষ হয়। তবে প্রশাসনের নজরদাড়িতে কিছুটা কমেছে চালের দাম। চালের দাম নিয়ন্ত্রনে রাখতে জরুরী ভাবে নিয়মিত বাজার মনিটরিং এর দাবী জানান সাধারণ ক্রেতারা।

হিলি বাজারের চাল বিক্রেতা স্বপন চন্দ্র জানান, সরকারের পক্ষ থেকে বাজার মনিটরিংএর কারনে কমতে শুরু করেছে চালের দাম। তবে মিল মালিকরা নতুন ধানের চাল এখনো বাজারের ছাড়েনি। নতুন ধানের চাল বাজারে ছাড়লে আরোও চালের দাম কমে যাবে। চালের দাম কিছুটা কমেছে তবে ক্রেতা নেই।

কিউটিভি/অনিমা/০২.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪.১৭

▎সর্বশেষ

ad