
মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার সাবেক মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর ও তার স্ত্রী কামরুন্নাহারকে কারাগারে পাঠিয়েছে বগুড়া জেলা আদালত। অবৈধ সম্পদ অর্জন ও গোপনের অভিযোগে দুদকের করা মামলায় আদালতে হাজির হয়ে জামিন চাইতে এলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিজ্ঞ আদালত।বগুড়া আদালতের জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এই আদেশ দেন।এর আগে ২৫ এপ্রিল তাদের বিরুদ্ধে মামলা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর আলম।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন তিনি।
সহকারী পরিচালক জানান, দুপুরের পরে আদালতে সাবেক মেয়র ও তার স্ত্রী হাজির হয়ে জামিনের আবেদন করেন। এ সময় বিচারক তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন।সাবেক মেয়র গোলাম মাহফুজ চৌধুরী জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ও তার স্ত্রী কামরুন্নাহার শিমুল জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী ক্যাশিয়ার ছিলেন। তারা জয়পুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া আল-হেরা আবাসিক এলাকায় বসবাস করেন।
কিউটিভি/অনিমা/০২.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১.৫০