ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

 ডোমার উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

Anima Rakhi | আপডেট: ৩১ মে ২০২২ - ০৯:৫৩:১৮ এএম

আনিছুর রহমান মানিক, ডোমার নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে ডোমার উপজেলা পুষ্টি সমন্বয় ৩১ বিশিষ্ট কমিটির সদস্যদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত হয়েছে।সোমবার ৩০ মে সকাল সাড়ে নয়টায় নীলফামারী জেলা টিএলএম ট্রেনিং সেন্টার নটখানায় ৩০মে থেকে ৩১মে ২ দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন ডোমার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মালেক সরকার।প্রশিক্ষণ কর্মশালায় প্রমার্দ্ধের পুষ্টি কর্ম পরিকল্পনা পূরনের উপর বিষদ আলোচনা তুলে ধরেন নীলফামারী জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মামুন, গোলাম রব্বানী ম্যানেজার মাল্টি সেক্টরাল গর্ভনেন্স কেয়ার বাংলাদেশ, পোরশিয়া রহমান সহকারী প্রজেক্ট ম্যানেজার নীলফামারী, শরিফ আহমেদ শাহ ডোমার উপজেলা ম্যানেজার জানো প্রকল্প প্রমুখ।

দ্বিতীয়ার্ধে উক্ত বিষয়ের উপর পর্যালোচনা পূর্বক নানা বিষয়ের উপর দিক নির্দেশনা প্রদান করেন নীলফামারী জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ মোজাম্মেল হক, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোনাক্কা আলী প্রমুখ।উক্ত ২ দিনের প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক, দশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলার ৩ জন সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করেন।উল্লেখ্য যে, বেসরকারি উন্নয়ন সংস্থা জানো প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে অষ্ট্রিয়ান ডেভেলপমেন্ট কর্পোরেশন এর সহায়তায় কেয়ার বাংলাদেশ ও প্লান ইন্টারন্যাশনাল এর কারিগরি সহায়তা বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ( ইএসডিও) উত্তরাঞ্চলের রংপুর ও নীলফামারী জেলার ৭ টি উপজেলায় শিশু, কিশোরী ও গর্ভবতী এবং প্রসূতি মায়েরপুষ্টির উন্নয়নে কাজ করে আসছে।

কিউটিভি/অনিমা/৩১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৫২

▎সর্বশেষ

ad