
আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে জেলা ও পৌর বিএনপিসহ দিনাজপুরে শহীদ জিয়াউর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচী গ্রহণ করেছে বিএনপি সহ অংগসংগঠন গুলো।এর মধ্যে দিনাজপুরে জেলা পার্টি অফিস কার্যালয় সোমবার সকাল হতে কুরআন খানি,দোয়া মাহফিল, স্বেচ্ছায় রক্তদান, অসহায় দুঃস্থদের মাঝে খিচুড়ি,বিতরণ গরিবদের ফ্রি চিকিৎসার মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,এর ৪১তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল,সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, পৌর বিএনপির, সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া,সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ সামসুজ্জামান চৌধুরী খোকাসহ জেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কিউটিভি/অনিমা/৩০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৫০