
মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে ‘সহিংস উগ্রবাদ প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দি ইউরোপীয় ইউনিয়ন হেলভেটাস জার্মানী, রুপান্তর এর সহযোগিতায় স্থানীয় বে-সরকারী উন্নয়ন সংস্থা উপমা সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে শহরের স্বপ্ন ছায়া কমিউনিটি সেন্টারে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, নব্বই দশকের টেলিভিশন নাটকের দর্শকপ্রিয় অভিনেত্রী ও প্রকল্পের কনসালট্রেন্ট আফসানা মিমি, পিভিই ক্যাপাসিটি বিল্ডিং প্রকল্পে রাজশাহী বিভাগের সমন্বয়কারী রনক বর্মন, জেলা প্লাটফর্ম কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু, ইমাম কল্যান সমতির সভাপতি জয়নাল আবেদীন , হিন্দু ধর্মীয় নেতা তপন কুমার খাঁ. কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব নন্দলাল পার্শী, খ্রীষ্টান নেতা সুসুভন খান, সাংবাদিক খ.ম আব্দুর রহমান রনি. মিজানুর রহমান মিন্টু, উপমার নির্বাহী পরিচালক সুজন কুমার মন্ডল প্রমুখ। সভায় সহিংস উগ্রবাদ প্রতিরোধে সন্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এই কর্মশালায় জেলা প্লাাটফর্ম সদস্য, ধর্মীয় নেতা, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, নারীনেত্রী, এনজিও কর্মীসহ বিভিন্ন পেশার ৫০জন প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।
কিউটিভি/অনিমা/২৮.০৫.২০২২/সকাল ১১:৩০