
আলিহায়দার (রুমান) ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ভোলাহাট আম ফাউন্ডেশনে আম ক্রয় বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে। ২৭ মে শুক্রবার বেলা ১১ টারদিকে আম ফাউন্ডেশন চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাস সুমের সভা পতিত্বে প্রধান অতিথি হিসেবে আম ক্রয় বিক্রয়ের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন। আম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ মুনসুর আলীর সঞ্চলনায় বক্তব্য রাখেন, আড়ৎ সমিতির সভাপতিও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান,গোহাল বাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ, আম ফাউন্ডেশনের সাবেক সহ-সভাপতি মোঃ মাহাতাব উদ্দিন, সহ-সভাপতি কামাল উদ্দিন।
উপস্থিত ছিলেন, সহ—-ভাপতি মৌদুদুর রহমানশাহ, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রবিউল, কোষাধ্যক্ষ মোঃ লাল দেওয়ান সহ আম ফাউন্ডেশনের বিভিন্নএলাকার প্রতিনিধি, বাগান মালিক, আড়ৎদার, আম ক্রেতা ও বিক্রেতা।বক্তারা অসাধু ব্যবসায়ীদের সাবধান করে বলেন, অসাধু অপতৎপরতা অবলম্বন করলে আম ফাউন্ডেশন ও উপজেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।
কিউটিভি/অনিমা/২৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৭