ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

ভোলাহাটে জাতীয় ভিটামিন-এ ক্যাম্পেইন অবহিতকরণ সভা

Anima Rakhi | আপডেট: ২৬ মে ২০২২ - ১২:২৪:০৪ পিএম

আলি হায়দার (রুমান)ভোলাহাট ( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :  চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় ভিটামিন-এ ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ মে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিজস্ব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মো. গরিবুল্লাহ দবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,ডাঃ মোঃ হাসান আলী,ডাঃ মোঃ রায়হান,ভোলাহাট, গোহালবাড়ী, দলদলী, জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যথাক্রমে মোঃ পিয়ার জাহান, মোঃ ইয়াসিন আলী শাহ, মোঃ মোজাম্মেল হক চুটু, মোঃ আফাজ উদ্দিন পানু মাঞা, উপজেলা শিক্ষা অফিসার এস এম মিজানুর রহমান, ভোলাহাট প্রেসক্লাব সভাপতি মোঃ গোলাম কবিরসহ অন্যরা।

সভায় ডা. আব্দুল হামিদ জানান, উপজেলার মোট ১৪ হাজার ৫০ শিশুকে ৯৭টি ক্যাম্পে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৫ জুন হতে ৮ জুন পর্যন্ত এ ভিটামিন খাওয়ানো হবে। ৬ মাস থেকে ১২ মাসের শিশুকে ১টি করে নীল এবং ১২ থেকে ৫ বছর বয়সী শিশুকে ১টি করে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিট-এ কার্যক্রম সফল করতে মাইকিংসহ বিভিন্নভাবে প্রচারণা চালানো হবে বলে জানান তিনি।

কিউটিভি/অনিমা/২৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৩

▎সর্বশেষ

ad