ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

নবাবগঞ্জে অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধিতা বিষয়ক ওয়ার্কশপ

Anima Rakhi | আপডেট: ২৬ মে ২০২২ - ১২:০৮:৪০ পিএম

এম এ সাজেদুল ইসলাম(সাগর),নবাবগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি : ২৫মে বুধবার সকাল ১০টায় দিনাজপুরের নবাবগঞ্জে ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটি- (ঘঅঅঘউ) এর আয়োজনে দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম এর সভাপতিত্বে ওয়ার্কশপ উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, সমবায় কর্মকর্তা নাসিমুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রমূখ। নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন জানান, এ ওয়ার্কশপে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, প্রতিবন্ধীর অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি সহ ১০০জন অংশগ্রহণ করেছেন।

উদ্ভোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান। তিনি বলেন আমার মেয়ে একজন প্রতিবন্ধী। সে পরিবারের সবকিছু বোঝে এবং কাজ করতে পারে। কিন্তু কথা বলতে পারে না। তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে গেছি। উন্নতি হয়নি। ওয়ার্কশপে উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের যতœ সহকারে শিক্ষাদান করাব। তারাও মেধাবী হিসেবে শিক্ষা অর্জন করে দেশ সেবায় বড় ধরণের ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন রংপুর কারমাইকেল কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ ওহেদুজ্জামান।

কিউটিভি/অনিমা/২৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৮

▎সর্বশেষ

ad