ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

পার্বতীপুরের গুড়গুড়ী পল্লীতে বেওয়ারিশ কুকুরের অত্যাচারে অতিষ্ট গ্রামবাসী

Anima Rakhi | আপডেট: ২৫ মে ২০২২ - ০২:৫৩:৪৯ পিএম

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০নং হরিরামপুর ইউনিয়নের গুড়গুড়ি পল্লিতে বেওয়ারিশ কুকুরের অত্যাচারে অতিষ্ট গ্রামবাসী ও পথচারী। রেহাই পাচ্ছে না স্কুল ও কলেজ পড়–য়া শিক্ষার্থী, প্রতিনিয়ত কুকুরের আক্রমনের শিকার হচ্ছে গবাদি পশু। কুকুরের উৎপাত বৃদ্ধি পাওয়ায় উদ্ভেগ প্রকাশ করেছেন ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও গুড়গুড়ি গ্রামের ধনাড্য ব্যক্তি নুর মোহম্মদ পাইকাড়। তিনি জানান এলাকায় একাধিক ব্যক্তি, গরু, ছাগল, হাঁস, মুরগি কুকুরের কামড়ে আক্রান্ত হচ্ছে। পরিচিত কিংবা অপরিচিত লোকজন এলাকায় প্রবেশ করলেই সারিবদ্ধ কুকুরের দল তেড়ে আসে কামড়ানোর জন্য। ডাংগা পাড়া এলাকার শফিকুল ইসলাম ও সিরাজুল ইসলাম জানান, কয়েকদিন আগে তাদের ছাগলকে কুকুর কামড়িও ক্ষত-বিক্ষত করেছে শুধু তাই নয় কুকুরের দল পোশা মুরগি খেয়ে সাবাড় করছে।

গুড়গুড়ি মসজিদ মোড় সহ আশপাশের কয়েকটি রাস্তায় ১০ থেকে ১৫ টি করে কুকুর দখল নিয়ে থাকে। মানুষকে দেখলেই কুকুর গুলো ঘিরে ফেলে। স্কুল কলেজ গামী শিক্ষার্থীরা বেওয়ারিশ কুকুরের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েছে। মধ্যপাড়া পুলিশ ফাড়ি ইনচার্জ সিরাজুল ইসলাম পিপিএম বলেন, উচ্চ আদালতের নির্দেশনার কারণে চার পাঁচ বছর ধরে কুকুর নিধন বন্ধ ছিল, তবে পাগলা কুকুর নিধনে বাধা নেই। বেওয়ারিশ কুকুর নিধনে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রাণী সম্পদ বিভাগকে উদ্যাগ নিতে হবে। সচেতন এলাকাবাসীর অভিমত শিক্ষার্থী, পথচারী, গৃহপালিত প্রাণির নিরাপত্তার কথা বিবেচনা করে অনতিবিলম্বে বেওয়ারিশ কুকুর নিধন আবশ্যক।

কিউটিভি/অনিমা/২৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৫৩

▎সর্বশেষ

ad