
মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট পৌর এলকায় সম্প্রতি বয়ে যাওয়া ঝড়ে ক্ষতিগ্রস্থ ৫০ টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে ৩ হাজার টাকা ও এক বান্ডিল করে ঢেউটিন বিতরণ করা হয়েছে।এ উপলক্ষে জয়পুরহাট পৌরসভার আয়োজনে মঙ্গলবার (২৪ মে) বিকালে পৌরসভার সম্মেলন কক্ষে পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম।
এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন, পৌরসভার প্রধান প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র ইকবাল হোসেন সাবু, কাউন্সিলর সেলিমুল হোসেন বাবুল, সোহেল হোসেন, মামুনুর রশিদ, জাকির মোল্লা, নুরে আলম সিদ্দিক, হায়দার আলী পলাশ, উলিউজ্জামান বাপ্পি, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পাপিয়া, মন্নুজান ও ঝড়না উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে পৌরসভা চত্ত্বরে ঝড়ে ক্ষতিগ্রস্থ ৫০ টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ১ লক্ষ ৫০ হাজাট টাকার চেক ও ৫০ বান্ডিল ঢেউউটিন বিতরণ করা হয়।
কিউটিভি/অনিমা/২৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩১