ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে

ড্রেজারের ধাক্কায় ভেঙে গেছে ৪ কোটি টাকায় নির্মিত ব্রিজের পিলার

superadmin | আপডেট: ২২ মে ২০২২ - ০৯:১৭:১৬ পিএম

ডেস্কনিউজঃ বগুড়ার শেরপুরের সুঘাট ইউনিয়নের জোড়গাছা এলাকায় এলজিইডির আওতায় প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত জোড়গাছা ব্রিজটি চাকদা ট্রেডিং কোম্পানির ড্রেজারের ধাক্কায় ব্রিজের ৬ নম্বর পিলার ভেঙে গেছে। এ ঘটনায় চাকদা ট্রেডিং কোম্পানির ড্রেজার চালকসহ তিনজনকে আটক করা হয়েছে।

রোববার দুপুর ১২টায় চাকদা ট্রেডিং কোম্পানির একটি ড্রেজারের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, চাকদা ট্রেডিং কোম্পানির বগুড়ার সারিয়াকান্দি এলাকায় বালু উত্তোলনের কাজ শেষ করে গত রোববার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের উদ্দেশে যাচ্ছিল। এ সময় জোড়গাছা-বেলগাছির আরসিসি গার্ডার ব্রিজটির নিজ দিয়ে যাওয়ার সময় ড্রেজারটি ব্রিজের পশ্চিমের পিলারের সঙ্গে ধাক্কা লেগে ঘুরে গিয়ে ড্রেজারের মাথা পূর্বের সাইটের ৬ নম্বর পিলারের সঙ্গে লেগে পিলারটি ভেঙে যায় এবং পিলারটি নির্ধারিত স্থান থেকে ৮ ইঞ্চি দূরে সরে যায়।

এ ঘটনায় শেরপুর উপজেলা প্রকৌশলী অফিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

দলটির প্রধান উপসহকারী প্রকৌশলী আব্দুর রশিদ জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং ভারি যান চলাচল প্রাথমিকভাবে বন্ধ রাখা হয়েছে।

এ ব্যাপারে সুঘাট ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্না জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ড্রেজার চালকসহ ৩ জনকে আটক করে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে এবং ইউনিয়ন পরিষদ থেকে দুইজন গ্রামপুলিশ ব্রিজের পাশে রাখা হয়েছে যেন ৫ টনের অধিক মালামাল নিয়ে ব্রিজটির ওপর দিয়ে কোনো যানবাহন চলাচল করতে না পারে।

উপজেলা প্রকৌশলী সূত্রে জানা যায়, ১৯৯৬-১৯৯৭ সালের অর্থবছরে বাংলাদেশ সরকার ও নেদারল্যান্ডের প্রকল্পের আওতায় তালুকদার কনস্ট্রাকশনের মাধ্যমে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে গার্ডার ব্রিজ নির্মাণ করা হয়েছে। ব্রিজটি ৩০ জুন ২০০৭ সালে উদ্বোধন করা হয়।

বিপুল/২২.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ রাত ৯.১৪

▎সর্বশেষ

ad