ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

বাংলাদেশ থেকে হজ করার সুযোগ পাবেন সাড়ে ৫৭ হাজার

admin | আপডেট: ২৪ এপ্রিল ২০২২ - ১২:২৬:৪০ এএম

ডেস্কনিউজঃ চলতি বছর বিশ্বের কোন দেশ থেকে কতজন পবিত্র হজ পালন করতে পারবেন তার তালিকা প্রকাশ করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। এ বছর সবচেয়ে বেশি হজ করতে পারবেন ইন্দোনেশিয়ার মানুষ। এরপর রয়েছে যথাক্রমে পাকিস্তান ও ভারত। আর হজযাত্রী পাঠানোর তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ।

সৌদি কর্তৃপক্ষ আগেই জানিয়ে দিয়েছিল যে, এ বছর সৌদি আরব এবং বহির্বিশ্ব থেকে মোট ১০ লাখ মুসল্লি হজ করতে পারবেন। তবে কোন দেশ থেকে কতজন হজ করতে পারবেন সেটা আগে বলা হয়নি। এবাই সেই তালিকা প্রকাশ করেছে সৌদি হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। দেশটির সংবাদ মাধ্যমগুলো এ তথ্য প্রকাশ করেছে।

সৌদি গেজেটের প্রতিবেদন সূত্রে জানা যায়, ইন্দোনেশিয়া থেকে এ বছর সবচেয়ে বেশি অর্থাৎ ১ লাখ ৫১ জন মানুষ হজ করা সুযোগ পাবেন। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তান থেকে হজে অংশ নিতে পারবেন ৮১ হাজার ১৩২ জন।

তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত। দেশটি থেকে চলতি বছর ৭৯ হাজার ২৩৭ জন মানুষ হজ পালনের সুযোগ পাবেন। এ ছাড়া তালিকার চতুর্থ অবস্থানে থাকা বাংলাদেশ থেকে এবার হজে অংশ নিহেত পারবেন ৫৭ হাজার ৫৮৫ জন।

চলতি বছর সবচেয়ে কম মানুষ হজ পালনের সুযোগ পাবেন আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার। মাত্র ২৩ জন মানুষ দেশটি থেকে এ বছর হজে যাওয়ার অনুমতি পেয়েছেন। আফ্রিকার দেশগুলোর মধ্যে নাইজেরিয়া থেকে সবচেয়ে বেশি অর্থাৎ ৪৩ হাজার ৮ জন মানুষ হজ পালনের সুযোগ পাবেন।

এ ছাড়া আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি মিশরের মানুষ হজ পালনের অনুমতি পেয়েছেন। এ বছর দেশটি থেকে ৩৫ হাজার ৩৭৫ জন হজ পালনের সুযোগ পাবেন। এ বছর ইরান থেকে হজ পালন করতে পারবেন ৩৮ হাজার ৪৮১ জন। তুরস্ক থেকে হজ পালন করতে পারবেন ৩৭ হাজার ৭৭০ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে ৯ হাজার ৫০৪ জন, রাশিয়া থেকে ১১ হাজার ৩১৮ জন, চীন থেকে ৯ হাজার ১৯০ জন, থাইল্যান্ড থেকে ৫ হাজার ৮৮৫ জন এবং ইউক্রেন থেকে ৯১ জন চলতি বছর হজ পালন করতে পারবেন।

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, চলতি বছর যে ১০ লাখ মানুষ হজ করার সুযোগ পাবেন, তার মধ্যে দেড় লাখ সৌদি আরবের এবং সাড়ে ৮ লাখ বিশ্বের অন্যান্য দেশের মানুষ। অর্থাৎ বহির্বিশ্বের ৮৫ শতাংশ এবং সৌদি আরবের ১৫ শতাংশ মানুষ চলতি ২০২২ সালে হজে অংশ নেবেন।

বিপুল/২৪ এপ্রিল, ২০২২ | রাত ১২:১৮

▎সর্বশেষ

ad