ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

একই দলে খেললেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে!

admin | আপডেট: ২৩ জানুয়ারী ২০২২ - ০৯:০৫:৩২ পিএম

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের অন্যতম বড় তারকার নাম মোহাম্মদ নবী। বিশ্বজুড়ে তাঁর অলরাউন্ড পারফর্মেন্সের প্রশংসা। ৩৭ বছর বয়সী আফগান তারকার জীবনে এবার অন্য রকম একটি ঘটনা ঘটে গেল। তিনি ১৬ বছর বয়সী ছেলে হাসান খানের সঙ্গে একই দলের হয়ে মাঠে নেমেছেন! অবশ্যই সেটা আন্তর্জাতিক ক্রিকেটে নয়।তবে নবির স্বপ্ন, শীঘ্রই জাতীয় দলেও ছেলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি খেলবেন!

 kalerkantho

বোলিং করছেন অলরাউন্ডার মোহাম্মদ নবি। ছবি : ইন্টারনেট

দুবাইয়ে চলছে সিবিএফএস টি-টোয়েন্টি লিগ। এই লিগেই বুখাতির একাদশের হয়ে খেলছেন মোহাম্মদ নবির ছেলে হাসান। আন্তর্জতিক বিরতি থাকায় নবিও দলটির হয়ে মাঠে নামেন। বাবা-ছেলেকে একসঙ্গে ব্যাটও করতে দেখা যায়। ১৬ বছরের হাসান এই লিগে ৫ ম্যাচ খেলে ৩৭ গড়ে করেছেন ১৪৮ রান। ছেলের কারণেই নবিকে একটি ম্যাচে আমন্ত্রণ জানানো হয়েছিল। এরপর সাংবাদিকদের কাছে নিজের অনুভূতিও জানিয়েছেন নবি।  kalerkantho

হাসান খানের একটি শট। ছবি : ইন্টারনেট

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে অনেক লড়াই করে ক্রিকেট শিখতে হয়েছে নবিকে। তিনি বলেন, ‘ছোটবেলায় আমার কিছু ছিল না। হাসানের আছে। সম্পূর্ণ আলাদাভাবে বড় হয়েছি আমরা। ওকে বলেছি আমাদের সময়ের গল্প। তখন ক্রিকেট খেলার কোনো পরিস্থিতিই ছিল না। এখন অনেক কিছুই আছে। ছেলের সঙ্গে এক দলে খেলার স্বপ্ন তো ছিলই। এবার আশা করি জাতীয় দলের হয়ে খেলব। আমি এখনো জাতীয় দলে কয়েক বছর খেলতে পারব। হাসান বড় হবে।  যোগ্যতা থাকলে জাতীয় দলের হয়েও খেলবে। ‘

 

 

কিউটিভি/আয়শা/২৩শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:০৪

▎সর্বশেষ

ad