ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

হবু জামাইকে ৩৬৫ পদ রেঁধে খাওয়ালেন শাশুড়ি!

admin | আপডেট: ২০ জানুয়ারী ২০২২ - ০১:৩৬:৪৪ পিএম

ডেস্ক নিউজ :  জাতি ভেদে প্রায় সবখানেই কম-বেশি জামাই আদরের চল আছে। তবে ভারতীয় উপমহাদেশে এই রীতির চল যেনো একটু বেশিই। তবে এবারে এই রীতিতে মাত্রা ছাড়িয়ে গেছেন ভারতীয় এক শাশুড়ি। 

দেশটির অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরীর এক বাড়িতে হবু জামাইয়ের জন্য প্রায় ৩৬৫ রকমের পদ রান্না করেছেন এক শাশুড়ি।

রাজ্যের রীতি অনুযায়ী, মকর সংক্রান্তিতে অন্ধ্রপ্রদেশের বাসিন্দারা জামাইকে বাড়িতে ডেকে একাধিক পদ রান্না করে খাওয়ান। পশ্চিম গোদাবরীর ওই পরিবারও তেমনি ডেকেছিলেন তাদের হবু জামাইকে। হবু, কারণ তখনও মেয়ের বিয়ে হয়নি। তবে জামাই বাছাই পর্ব সম্পূর্ণ। তাই হবু জামাইকেই মকর সংক্রান্তির দিন বাড়িতে আমন্ত্রণ করেন।

হবু জামাইও আমন্ত্রণ রক্ষা করতে শ্বশুরবাড়িতে আসেন। আত্মীয়, পরিজনদের সঙ্গে দু একটা কথাবার্তা বলার পরই খাবার টেবিলের কাছে নিয়ে যাওয়া হয় ওই যুবককে। তবে টেবিলের সামনে গিয়ে মাথা ঘুরে যাওয়ার জোগাড় তার।

কারণ, টেবিলের উপর সাজানো ৩৬৫ রকমের খাবার। কোনটা ছেড়ে কোনটা খাবেন, তা ভাবতেই বেশ কয়েক মুহূর্ত সময় নষ্ট হয় হবু জামাইয়ের।

৩৬৫ পদের খাবার একসাথে দেখলে কারই বা মাথা ঠিক থাকে! 

পরিবারের সদস্যরা জাননা, ৩০ রকমের তরকারি, বিভিন্ন রকমের পেস্ট্রি, ১০০ রকমের মিষ্টি, ১৫ রকমের আইসক্রিম, ৩৫ রকমের পানীয় এবং বিস্কুট। এছাড়াও ছিল ভাত, বিরিয়ানিসহ আরো অনেক পদ। তিনটি টেবিলে খাবারগুলি সাজিয়ে রাখা হয়। 

আর সেই ভিডিও ইউটিউবে শেয়ার করেন তরুণী। ওই তরুণীর মা জানান, “আমাদের মেয়ে এবং হবু জামাইয়ের জন্য এই আয়োজন করতে পেরে আমরা খুশি। মেয়ে জামাইয়ের পাশাপাশি সব আত্মীয়দেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। গোদাবরীর ঐতিহ্যকে জামাইয়ের সামনে তুলে ধরাই ছিল লক্ষ্য।”

সূত্রঃ সংবাদ প্রতিদিন

কিউটিভি/অনিমা/২০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৬

▎সর্বশেষ

ad