ব্রেকিং নিউজ
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি

কাল যেন দেশকে জিতিয়ে আসতে পারি : ইবাদত

admin | আপডেট: ০৪ জানুয়ারী ২০২২ - ০৫:১২:০০ পিএম

স্পোর্টস ডেস্ক : মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিন আজ মঙ্গলবার শেষ বেলায় ৭ ওভারের স্মরণীয় স্পেলে মাত্র ১৬ রান দিয়ে চোখের পলকে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সামনে ঐতিহাসিক টেস্ট জয়ের দুয়ার খুলে দিয়েছেন ইবাদত হোসেন। যদিও এই পেসারকে একাদশে নেওয়া নিয়ে বেশ প্রশ্ন ছিল। কিন্তু চলতি টেস্টে এই পেসার দারুণ গতি ও নিয়ন্ত্রণ দেখিয়ে যাচ্ছেন। উইকেটের অধারাবাহিক বাউন্সও ছিল ইবাদতের পক্ষে। কাল সকালে বল হাতে তার ওপর গুরুদায়িত্ব থাকবে।

দিনের খেলা শেষে ইবাদত বলেন, ‘আমরা চেষ্টা করব আগামীকাল যেন দেশকে জিতিয়ে আসতে পারি। দেশে ও দেশের বাইরে দুই কন্ডিশনেই আমি খেলেছি। দেশে আমাদের উইকেট একটু ব্যাটিং–সহায়ক থাকে। ফ্ল্যাট থাকে। সেখানেও আমরা চেষ্টা করছি, কীভাবে উইকেট বের করা যায়। বিদেশের মাটিতে প্রথম দিন, প্রথম দুই ঘণ্টা পক্ষে থাকে। তারপর কিছুটা ফ্ল্যাট হয়ে যায়। আমরা এখনো শিখছি, কীভাবে দুই জায়গায় বল করা যায়। বল পুরোনো হলে কীভাবে রিভার্স করা যায়। আমরা এখনো শিখছি।’

বাংলাদেশের পেসাররা দেশে কখনই পেস সহায়ক উইকেট পায় না। সেই চিরচরিত ধীরগতির ঘূর্ণি উইকেটে খেলা হয়। ইবাদতের আশা, অদূর ভবিষ্যতে বিদেশের মাটিতে তাসাকিন-শরীফুলরাও আগুনে বোলিং করবে। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি। আমাদের সতীর্থ ও সাপোর্ট স্টাফ- সবাই খুব সাহায্য করেছে। নিউজিল্যান্ডে আমাদের আগের ম্যাচগুলোতে এত ভালো করতে পারিনি। এই দলই চাইছে নতুন কিছু দিতে, নতুনভাবে দেশের প্রতিনিধিত্ব করতে। দেশের জন্য ভালো কিছু করতে। কিন্তু কাউকে না কাউকে তো ভালো কিছু দিতেই হবে। এই দলের চেষ্টাই হলো, বিদেশের মাটিতে জেতা শুরু করব।’

 

 

কিউটিভি/আয়শা/৪ঠা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৯

▎সর্বশেষ

ad