২৬৫০ দিনের খরা কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পাকিস্তানের

khurshed | আপডেট: ২৯ জানুয়ারী ২০২৬ - ০৯:৪৩:০৮ পিএম

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ২৬৫০ দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে জয় পেলো পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অজিদের ২২ রানে হারিয়েছে স্বাগতিকরা। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হয়েছেন সাইম আইয়ুব।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৮ রান তোলে পাকিস্তান। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রানে থামে অস্ট্রেলিয়া।
১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ঝড়ো হলেও বেশিদূর যেতে পারেনি অস্ট্রেলিয়া। ওপেনার ম্যাথু শর্ট ও ভারপ্রাপ্ত অধিনায়ক ট্রাভিস হেড প্রথম ১০ বলে ২১ রান যোগ করেন। ইনিংসের ১১তম বলে সাইম আইয়ুব শর্টকে (৫) ফিরিয়ে পাকিস্তানকে প্রথম সাফল্য এনে দেন। এক ওভার বিরতি দিয়ে আক্রমণে এসে আইয়ুব ফেরান হেডকে। ১৩ বলে ২৩ রানের ইনিংসে দুটি ছক্কা ও দুটি চার মারেন হেড।
এরপর ক্যামেরন গ্রিন ও ম্যাট রেনশ তৃতীয় উইকেটে ৪০ রানের জুটি গড়ার চেষ্টা করেন। তবে অষ্টম ওভারের প্রথম বলেই রান আউট হন রেনশ (১৫)। এখান থেকেই ধস নামে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। গ্রিন ৩১ বলে ৩৬ রান করে দলের সর্বোচ্চ স্কোরার হলেও তার বিদায়ের পর ম্যাচ কার্যত পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে যায়। ১৫.৪ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১১২।
নবম উইকেট জুটিতে কিছুটা লড়াই চালান জেভিয়ার বার্টলেট। ২৫ বলে অপরাজিত ৩৪ রানের ইনিংস খেললেও  দলকে আর উদ্ধার করতে পারেননি তিনি। পাকিস্তানের পক্ষে সাইম আইয়ুব ও আবরার আহমেদ নেন ২টি করে উইকেট। শাদাব খান ও মোহাম্মদ নওয়াজ নেন ১টি করে উইকেট।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। তবে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। ওপেনার সাহিবজাদা ফারহান শূন্য রানে আউট হন। এরপর সাইম আইয়ুব ও আগা দ্বিতীয় উইকেটে ৭৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ইনিংস সামাল দেন। অষ্টম ওভারে অ্যাডাম জাম্পা এই জুটি ভাঙেন। ২২ বলে ৪০ রান করে ফেরেন আইয়ুব। তার ইনিংসে ছিল তিনটি চার ও দুটি ছক্কা। এরপর সালমান ২৭ বলে ৩৯ রান করে আউট হন। তার ইনিংসে ছিল চারটি ছক্কা ও একটি চার।
মাঝের ওভারে বাবর আজম ও ফখর জামান ধীরে ব্যাট করে ৩৭ রান যোগ করেন। তবে ২০ বলে ২৪ রান করা বাবরকে ফিরিয়ে আবারও আঘাত হানেন জাম্পা। তার কিছুক্ষণের মধ্যেই ফিরেন ফখর জামান (১০) ও উইকেটকিপার উসমান খান (১০)। ১৭.৫ ওভারে পাকিস্তানের স্কোর নেমে আসে ৬ উইকেটে ১৪৯। শেষ দিকে মোহাম্মদ নাওয়াজ ১৪ বলে অপরাজিত ১৫ রান করে দলকে ১৬৮ পর্যন্ত পৌঁছে দেন। তবে ডেথ ওভারে ব্যাটিং ছিল পাকিস্তানের জন্য হতাশাজনক। অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাডাম জাম্পা ছিলেন সবচেয়ে সফল বোলার। চার ওভারে ২৪ রান দিয়ে নেন ২ উইকেট। জেভিয়ার বার্টলেট ও অভিষিক্ত মাহলি বেয়ার্ডম্যান নেন ২টি করে উইকেট।

বছরের হিসেবে দীর্ঘ ৭, আর দিনের হিসেবে ২৬৫০ দিন পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে জয়ের দেখা পেলো পাকিস্তান। সবশেষ ২০১৮ সালের অক্টোবরে অজিদের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচ জিতেছিল বাবররা। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। সিরিজের দ্বিতীয় ম্যাচ ৩১ জানুয়ারি আর শেষ ম্যাচ ১ ফেব্রুয়ারি। সবগুলো ম্যাচই লাহোরে অনুষ্ঠিত হবে। সিরিজ শেষে দুদল টি-টোয়েন্টিতে বিশ্বকাপের উদ্দেশে রওনা হবে। 

 

আয়শা/২৯ জানুয়ারী ২০২৬,/রাত ৯:৪০

▎সর্বশেষ

ad