আদিবাসীদের জীবন মান উন্নয়নে বিএনপি কাজ করবে ব্যারিস্টার কায়সার কামাল

khurshed | আপডেট: ২৯ জানুয়ারী ২০২৬ - ০৮:২৩:৫৮ পিএম

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : বিএনপি ক্ষমতায় রাস্ট্র ক্ষমতায় গেলে, আদিবাসীদের জীবন মান উন্নয়নে কাজ করবে। স্থানীয়ভাবে আদিবাসীদের পোষাক তৈরীর কারখানা করা হবে। সেইসাথে মাদক, কিশোরগ্যাং ও ইভটিজিংএর মুলোৎপাটন করা হবে, শিক্ষার্থীদের মেধাকে কাজে লাগিয়ে শক্তিতে রুপান্তরিত করা হবে।

আমি দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতে দেবো না। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, নেত্রকোনা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের আয়োজনে নির্বাচনী উঠান বৈঠকে নানা প্রশ্নের জবাবে এ কথা বলেছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে ওই ইউনিয়নের বারইপাড়া, করুনীয়া, শিরবির, কাপাসাটিয়া বাজার এলাকায় দিনব্যাপী উঠান বৈঠকের পাশাপাশি আদিবাসীদের নানা প্রশ্নের মুখোমুখি হয়েছেন তিনি। এতে বিভিন্ন এলাকা থেকে আসা শত শত ভোটারগণ ও আদিবাসী শিক্ষার্থীরা তাঁদের দৈনন্দিন জীবনের নানা সমস্যা, প্রত্যাশা, ভবিষ্যৎ পরিকল্পনা সহ তিনি এমপি নির্বাচিত হলে কি কি কাজ করবেন সেই প্রশ্ন তুলে ধরেন। এ সময় দশম শ্রেণীতে পড়–য়া এক আদিবাসী শিক্ষার্থী বলেন, আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষ সবসময়ই অবহেলিত। আমাদের জীবন মান-উন্নয়নে কোন সরকারই কাজ করেনি, আপনি নির্বাচিত হলে কিভাবে কাজ করবেন।

এই প্রশ্নের জবাবে তিনি বলেন, সবার আগে বাংলাদেশ। আদিবাসী বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশী। আপনারাও বাংলাদেশর একটা অংশ। পিছিয়ে পড়া জনগোষ্ঠী আদিবাসীদের কৃষ্টি ও সংস্কৃতি নিয়ে বিএনপি কাজ করবে। আপনাদের তৈরী নান্দনিক পোষাক গুলো দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানী করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। স্থানীয়ভাবে আদিবাসী যুবকদের কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নে বিএনপি কাজ করে যাবে।

কলেজ পড়–য়া অপর এক শিক্ষার্থী বলেন, আমাদের আদিবাসী এলাকায় সু-পেয় পানি ও নিরাপত্তার যথেষ্ট অভাব রয়েছে, বাঙ্গালীদের দ্বারা আমরা নির্যাতিত হই সবসময়, এটা কিভাবে নিরসন করবেন। এই প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি রাস্ট্র ক্ষমতায় গেলে, দেশের প্রতিটি অঞ্চল থেকে মাদক, কিশোরগ্যাং ও ইভটিজিং চিরতরে নির্মুল করার পদক্ষেপ নিবে। আদিবাসী মেয়েরা আমার সন্তান, আমার বোন কাজেই বিগত দিনে কি হয়েছে তা জানি, আমি নির্বাচিত হলে ইউনিয়ন ভিত্তিক নিরাপত্তা নিয়ে কাজ করবো এবং পাহাড়ী এলাকায় সু-পেয় পানির ব্যবস্থা করা হবে এবং বিজ্ঞান ভিত্তিক কৃষিকাজের প্রকল্প হাতে নেয়া হবে।

আলোচনা সভায় ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মাদকের কারণে শুধু দুর্গাপুর নয়, কলমাকান্দা উপজেলারও অনেক পরিবার ক্ষতিগ্রস্ত। মাদকের কারণেই বাড়ছে ইভটিজিং, তৈরী হচ্ছে কিশোর গ্যাং এর মূল উৎসই হচ্ছে মাদক। আমি যেদিন মনোনয়নপত্র জমা দিয়েছি, সেদিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছি, আপনারা যদি আমাকে এলাকায় কাজ করার সুযোগ দেন, আর আমি যদি এমপি নির্বাচিত হই, তাহলে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে। এছাড়া দুর্গাপুরে অনার্স কোর্স চালু, আদিবাসী সহ নারী শিক্ষার্থীদের জন্য নার্সিং কলেজ স্থাপনে সহায়তা, খেলাধুলার পরিবেশ তৈরী করার বিষয়ে সহায়তা করবেন বলে তিনি ওয়াদা করেন। আমার প্রতি আস্থা রেখে ভোট দিন, আমার দেয়া প্রতিটি ওয়াদাই পালন করবো ইনশাআল্লাহ্।

 

 

আয়শা/২৯ জানুয়ারী ২০২৬,/রাত ৮:২১

▎সর্বশেষ

ad