
স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। শুক্রবার (৩০ জানুয়ারি) পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই সিরিজ। দলে ফিরেছেন অভিজ্ঞ ও আক্রমণাত্মক ব্যাটার কুশল পেরেরা। খবরটি প্রকাশ করেছে জিও সুপার।
অন্যদিকে দল থেকে বাদ পড়েছেন পেসার নুয়ান থুশারা, অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস ও লেগ স্পিনার দুশান হেমন্তা। বাঁহাতি স্পিনার দুনিথ ভেলালাগে দীর্ঘদিন টি–টোয়েন্টি না খেললেও দলে নিজের জায়গা ধরে রেখেছেন। তিনি সর্বশেষ গত সেপ্টেম্বর মাসে এই সংস্করণে মাঠে নেমেছিলেন। স্পিন আক্রমণে তার সঙ্গে থাকছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মহেশ থিকসানা। পাশাপাশি ফিঙ্গার স্পিন অপশনে রয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা ও চারিথ আসালঙ্কা।
পেস বিভাগে দলে আছেন দুশমন্ত চামিরা, প্রমোদ মাদুশান, মাথিশা পাতিরানা ও ইশান মালিঙ্গা। টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে গড়পড়তা পারফরম্যান্সের কারণেই নুয়ান থুশারাকে বাদ দেওয়া হয়েছে, যদিও তিনি গত সেপ্টেম্বর থেকে নিয়মিত দলে ছিলেন।
এখনও পর্যন্ত টি–টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেনি শ্রীলঙ্কা। আইসিসির অনুমতি সাপেক্ষে ৩১ জানুয়ারি পর্যন্ত দলে পরিবর্তনের সুযোগ থাকবে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিশ্বকাপ।
শ্রীলঙ্কা টি–টোয়েন্টি দল:
দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, কুশল জনিথ পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালঙ্কা, জানিথ লিয়ানাগে, পাভান রথনায়াকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেলালাগে, মহেশ থিকসানা, দুশমন্ত চামিরা, প্রমোদ মাদুশান, মাথিশা পাতিরানা ও ইশান মালিঙ্গা।
সিরিজ সূচি:
- প্রথম টি–টোয়েন্টি: ৩০ জানুয়ারি, শুক্রবার — পাল্লেকেলে
- দ্বিতীয় টি–টোয়েন্টি: ১ ফেব্রুয়ারি, রবিবার — পাল্লেকেলে
- তৃতীয় টি–টোয়েন্টি: ৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার — পাল্লেকেলে
আয়শা/২৯ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:২০






