
স্পোর্টস ডেস্ক : ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ নিয়ে সেমিফাইনালের সম্ভাব্য দল বাছাই করেছেন সাবেক ভারতীয় পেসার ইরফান পাঠান। তিনি তার তালিকায় পাকিস্তানকে রেখেছেন। ভারতীয় বিশ্লেষক প্যানেলে তিনিই ছিলেন একমাত্র ব্যক্তি, যিনি পাকিস্তানের ওপর আস্থা রাখেন।
আইসিসির ‘ফিউশন ফর্মুলা’ অনুযায়ী পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। নির্ধারিত সময়ের মধ্যে ভারত ও পাকিস্তান একে অপরের দেশে আইসিসি ইভেন্ট খেলবে না। তাই নিরপেক্ষ ভেন্যুতেই ম্যাচ হবে। পাকিস্তান যদি সেমিফাইনাল ও ফাইনালে ওঠে, তাহলে দুই ম্যাচই হবে কলম্বোতে। পাকিস্তান না উঠলে সেমিফাইনাল হবে কলকাতায় এবং ফাইনাল হবে আহমেদাবাদে।
২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তান তাদের বিশ্বকাপ শুরু করবে ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে কলম্বোতে। এরপর ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র, ১৫ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে এবং ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার মুখোমুখি হবে তারা।
সুপার এইট পর্ব চলবে ২১ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত। এই পর্বের ম্যাচ হবে কলম্বো ও কলকাতায়। প্রথম সেমিফাইনাল ৩ মার্চ, দ্বিতীয় সেমিফাইনাল ৫ মার্চ। ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ মার্চ। ভেন্যু হবে আহমেদাবাদ অথবা কলম্বো।
আয়শা/২৯ জানুয়ারী ২০২৬,/বিকাল ৫:২১






