ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল প্রোটিয়ারা

khurshed | আপডেট: ২৮ জানুয়ারী ২০২৬ - ০২:৫৩:২৯ পিএম

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করে নিতে প্রতিটি দল টি-টোয়েন্টি সিরিজ খেলছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যেখানে প্রথম ম্যাচেই উইন্ডিজকে উড়িয়ে সিরিজে এগিয়ে গিয়েছে প্রোটিয়ারা।

পার্লে মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে করে ১৭৩ রান। সেই রান স্বাগতিক দক্ষিণ আফ্রিকা পেরিয়ে যায় ১৩ বল হাতে রেখে। অধিনায়ক মার্করামের অসাধারণ ইনিংসে সহজ জয় পায় দক্ষিণ আফ্রিকা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শিমরন হেটমায়ারের দলীয় সর্বোচ্চ ৪৮, রোভম্যান পাওয়েলের অপরাজিত ২৯ এবং ব্র্যান্ডন কিংয়ের ২৭ রানের উপর ভর করে চ্যালেঞ্জিং পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকার হয়ে জর্জ লিন্ডে অসাধারণ বোলিং করেছেন। ৪ ওভারে ২৫ রানে নিয়েছেন ৩ উইকেট। দুইটি করে উইকেট পেয়েছেন মহারাজ ও বশ।
জবাবে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকে স্বাগতিকরা। লুয়ান-ড্রে প্রিটোরিয়াস ও মার্করামের ওপেনিং জুটি থেকে আসে ৮৩ রান। প্রিটোরিয়াস ২৮ বলে ৪৪ রান করে আউট হলে আর কোনো উইকেট হারায়নি প্রোটিয়ারা।

রায়ান রিকেল্টনকে নিয়ে বাকি কাজটা শেষ করেন অধিনায়ক মার্করাম। রিকেল্টন ৩২ বলে ৪০ এবং মার্করাম ৪৭ বলে ৮৬ রানে অপরাজিত ছিলেন। ১৩ বল ও ৯ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। সিরিজের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সেঞ্চুরিয়ানে।

 

 

খোরশেদ/২৮ জানুয়ারী ২০২৬,/দুপুর ২:৫০

▎সর্বশেষ

ad