চিলিকে হারিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

Ayesha Siddika | আপডেট: ১৯ জানুয়ারী ২০২৬ - ০২:২৯:০৩ পিএম

স্পোর্টস ডেস্ক : এদিন দলের হয়ে লেলেতি গার্সিয়া ও লিপাও পিনহেইরা দুটি এবং কেলভিন ওলিভেইরা ও ম্যাথিউস ডিডো একটি করে গোল করেন। ম্যাচের দ্বিতীয় মিনিটেই লেলেতি গার্সিয়ার গোলে এগিয়ে যায় ব্রাজিল। এর মিনিট তিনেক পর লিপাও পিনহেইরা ব্যবধান দ্বিগুন করেন। এরপর অষ্টম মিনিটে ম্যাথিউস ডিডোর দলের হয়ে তৃতীয় গোল করেন।

এরপর চিলি দুই গোল শোধ করে ম্যাচে ফেরার আভাস দিয়েছিল। ইগ্নাসিও হেরেইরা পর ম্যাথিয়াস ভিদানগোসি গোল করেন। তবে প্রতিদ্বন্দ্বীতা বজায় রেখে আবারও গোল আদায় করে ব্রাজিল। স্পেনের কিংবদন্তি ডিফেন্ডার জেরার্ড পিকের প্রতিষ্ঠিত কিংস লিগ ফরম্যাটের ভিত্তিতে ২০২৫ সালে শুরু হয় সেভেন এ সাইড ফুটবলের এই টুর্নামেন্ট। গত বছর কলম্বিয়াকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল।

 

 

আয়শা/১৯ জানুয়ারী ২০২৬,/বিকাল ২:২৮

▎সর্বশেষ

ad