ইরানের বিক্ষোভকে সমর্থন করে মালালার বার্তা

Ayesha Siddika | আপডেট: ১৩ জানুয়ারী ২০২৬ - ১০:১৮:৪২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই ইরানে সরকারবিরোধী বিক্ষোভের প্রতি তার সমর্থন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া বার্তায় তিনি নারীদের অধিকার নিয়েও কথা বলেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

মালালা তার পোস্টে লিখেন, ‘ইরানের বিক্ষোভকে শিক্ষাসহ জনজীবনের সকল ক্ষেত্রে নারীর অধিকারের ওপর দীর্ঘস্থায়ী রাষ্ট্রের আরোপিত বিধিনিষেধ থেকে আলাদা করা যাবে না। ইরানি মেয়েরা মর্যাদাপূর্ণ জীবন প্রত্যাশা করেন।’
নোবেলজয়ী আলোচিত এই নারী আরও বলেন, ‘ইরানের ভবিষ্যৎ তাদের জনগণের দ্বারা পরিচালিত হওয়া উচিত এবং এতে ইরানি নারী নেতৃত্ব অন্তর্ভুক্ত থাকতে হবে, কোনো বহিরাগত শক্তি বা নিপীড়ক শাসকগোষ্ঠী এখানে থাকবে না।’
ইরানি কর্মকর্তারা বলছেন, তারা ভয়াবহ অর্থনৈতিক অবস্থার জন্য শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী জনগণের প্রতি তাদের সমর্থন রয়েছে। তবে, এমন সহিংস অস্থিরতা সহ্য করবেন না তারা। আর এ জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে দায়ী করেছে তেহরান।
এর আগে নিজ দেশ পাকিস্তানে মেয়েদের শিক্ষার জন্য লড়াই করার জন্য ২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সী মালালা ইউসুফজাইকে নোবেল শান্তি পুরষ্কার দেয়া হয়।

 

 

আয়শা/১৩ জানুয়ারী ২০২৬,/রাত ১০:০২

▎সর্বশেষ

ad