শাহরুখের সঙ্গে অভিনয় করতে চান অস্কারজয়ী উইল স্মিথ

Mohon | আপডেট: ১৩ জানুয়ারী ২০২৬ - ০৭:২১:১২ পিএম

বিনোদন ডেক্স : অস্কারজয়ী হলিউড অভিনেতা উইল স্মিথ সম্প্রতি বলিউডে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। দুবাইয়ে ন্যাশনাল জিওগ্রাফিকের আসন্ন টেলিভিশন সিরিজ ‘পোল টু পোল’র প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত হয়ে রেড কার্পেটে গাল্ফ নিউজ-র সঙ্গে আলাপচারিতায় তিনি এই ইচ্ছার কথা জানান।

সাক্ষাৎকারে উইল স্মিথ বলেন, তিনি শাহরুখ খানের সঙ্গে একটি বলিউড ছবিতে কাজ করতে চান। হাস্যরসের ছলে শাহরুখের উদ্দেশ্যে এই হলিউড অভিনেতা, ‘আমি চাই শাহরুখ আমাকে কোনো একটি সিনেমায় রাখুন- শাহরুখ, কী খবর?’ একইসঙ্গে তিনি সালমান খান এবং অমিতাভ বচ্চনের সঙ্গেও কাজ করার সম্ভাবনা নিয়ে কথা বলেন। 

স্মিথ জানান, সালমান খানের সঙ্গে তার আগে এ নিয়ে কথা হয়েছে এবং অমিতাভ বচ্চনের সঙ্গেও কোনো একটি প্রকল্প নিয়ে তিনি নিজের ভাবনা শেয়ার করেছিলেন। তিনি বলেন, ‘বিগ বি আমাকে বলেছিলেন, আমি ‘বিগ ডব্লিউ’ হতে পারি। বছরের পর বছর ধরে কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু কিছুই চূড়ান্ত হয়নি।’ 

উল্লেখ্য, এর আগে দীপিকা পাড়ুকোন, ঐশ্বরিয়া রাই বচ্চন ও প্রিয়াঙ্কা চোপড়ার মতো একাধিক বলিউড তারকা হলিউডে কাজ করলেও ভারতে হলিউড তারকাদের অভিনয় তুলনামূলকভাবে খুব কম দেখা গেছে। সেই প্রেক্ষাপটে উইল স্মিথের এই আগ্রহ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। 

এদিকে, শাহরুখ খান বর্তমানে তার আসন্ন ছবি ‘কিং’র শুটিংয়ে ব্যস্ত। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করছেন শাহরুখকন্যা সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন এবং জয়দীপ আহলাওয়াত। ইতোমধ্যে ছবিটির ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে যেখানে শাহরুখকে অ্যাকশন-প্যাকড অবতারে দেখা গেছে, যা ভক্তদের জন্য এক নতুন অভিজ্ঞতার ইঙ্গিত দিচ্ছে। ছবিটি চলতি বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

অন্যদিকে, উইল স্মিথ অপেক্ষা করছেন তার নতুন টেলিভিশন সিরিজ ‘পোল টু পোল’র মুক্তির জন্য। সিরিজটিতে জীবনের বড় প্রশ্নগুলোর উত্তর খুঁজতে স্মিথ ১০০ দিনের এক চরম অভিযানে নামবেন, যেখানে দক্ষিণ মেরুতে স্কিইং করা থেকে শুরু করে উত্তর মেরুর বরফের নিচে ডুব দেওয়া পর্যন্ত নানা দুঃসাহসিক চ্যালেঞ্জে অংশ নেবেন তিনি। 

বিজ্ঞানী, অভিযাত্রী ও স্থানীয় বিশেষজ্ঞদের সঙ্গে এক মেরু থেকে অন্য মেরুতে যাত্রা করতে দেখা যাবে এই অভিনেতাকে। সিরিজটির প্রিমিয়ার ১৩ জানুয়ারি ন্যাশনাল জিওগ্রাফিকে প্রচারিত হওয়ার কথা রয়েছে। 

 

 

 

 

কুইক টিভি/মহন/১৩ জানুয়ারি ২০২৬,/সন্ধা ৭:২১

▎সর্বশেষ

ad