যেভাবে বদলে গেছে আনুশকার জীবন, বলিউডে আর ফিরবেন?

Mohon | আপডেট: ১৩ জানুয়ারী ২০২৬ - ০৬:৩২:৫১ পিএম

বিনোদন ডেক্স : এক সময় হিন্দি সিনেমার নিয়মিত মুখ ছিলেন আনুশকা শর্মা। তবে এখন আর খুব একটা রুপালি পর্দায় দেখা যায় না তাকে। ক্যারিয়ারে ‘রব নে বানা দি জোড়ি’, ‘সুলতান’, ‘পিকে’, ‘ব্যান্ড বাজা বারাত’সহ উল্লেখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন।

তবে ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে গাঁটছাড়া বাধার পর থেকেই ধীরে ধীরে অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করেন এ অভিনেত্রী। বিশেষ করে তাদের সংসারে মেয়ে ভামিকার জন্মের পর থেকেই বলিউডে যেন অমাবস্যার চাঁদে পরিণত হন তিনি। 

বর্তমানে এই দম্পতি দুই সন্তানের বাবা-মা। দুই সন্তান ভামিকা ও অকায়কে কেন্দ্র করেই এখন বিরাট কোহলি ও আনুশকা শর্মার দিন কাটছে। আসছে ফেব্রুয়ারিতে ছোট ছেলে অকায়ও দুই বছর পূর্ণ করবে। আর মেয়ে ভামিকা সদ্যই পাঁচ বছরে পা রেখেছে। এই মুহূর্তে নিজের সন্তান ও সংসার নিয়ে আনুশকা এতটাই ডুবে আছেন যে, অভিনয় জগতে ফেরার চেয়ে মা হিসেবে গুরুদায়িত্ব পালনই তার কাছে এখন যেন পরম পাওয়া। 

তাই ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদহ এক্সপ্রেস’ দিয়ে বলিউডে অভিনেত্রীর দাপুটে প্রত্যাবর্তনের বড় সম্ভাবনা থাকলেও আপাতত এই আলো-ঝলমলে দুনিয়ায় তিনি সত্যিই ফিরবেন কিনা সেটা অনিশ্চয়তায় পড়ে গেছে। আর এর সবচেয়ে বড় কারণ, জীবনে পরিস্থিতির বাস্তবতার সঙ্গে নতুন গন্তব্য খুঁজে পাওয়া। 

সম্প্রতি মেয়ে ভামিকার জন্মদিনে ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় আনুশকা লিখেছেন, ‘মাতৃত্ব-সুখেই জীবন বদলেছে। আর আমি আমার এমন কোনো ভূমিকা কিংবা অবতারে ফিরে যেতে চাই না, যা আমার সন্তানকে চেনে না।’ অভিনেত্রীর এই ক্যাপশন থেকেই স্পষ্ট, তার কাছে মাতৃত্বের থেকে আর কোনো গুরুদায়িত্ব এই মুহূর্তে নেই এবং সেটিই তিনি উপভোগ করতে চান। 

এছাড়া অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, বিরাট কোহলি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর লাইট-ক্যামেরা থেকে নিজেদের ও সন্তানদের আড়ালে রাখতে লন্ডনে স্থায়ী হতে পারেন এই তারকা দম্পতি। 

 

 

 

কুইক টিভি/মহন/১৩ জানুয়ারি ২০২৬,/সন্ধা ৬:৩২

 

▎সর্বশেষ

ad