দলে ডাক না পাওয়া প্রসঙ্গে যা বললেন সাব্বির

Ayesha Siddika | আপডেট: ১৩ জানুয়ারী ২০২৬ - ০৬:১১:৫২ পিএম

স্পোর্টস ডেস্ক : একাধিকবার আলোচনা-সমালোচনার শিকার হলেও সাব্বির রহমানের জনপ্রিয়তা কখনো কমেনি। এখনো অনেকেই তাকে বাংলাদেশ জাতীয় দলে দেখতে চান। সাব্বিরকে নিয়ে আলোচনা শুরু হলেই তার ভক্তরা উত্তেজিত হয়ে পড়েন। অনেকেই আশা করেছিলেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে দলে জায়গা দেওয়া হবে।

তবে তাকে ছাড়াই দল ঘোষণা করেছেন নির্বাচকরা। এর পেছনে কারণও আছে। চলতি বিপিএল ছিল সাব্বিরের জাতীয় দলে জায়গা ফিরে পাওয়ার বড় সুযোগ। কিন্তু সেখানে খুব বেশি ভালো কিছু করে দেখাতে পারেননি তিনি। মূলত নিজের পছন্দমতো ব্যাটিং পজিশনে খেলার সুযোগ তাকে সেভাবে দেওয়া হয়নি।

বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া নিয়ে সাব্বির বলেন, ‘আপনি কি জানেন আমি কোথায় ব্যাটিং করেছি? কত বল খেলেছি? যদি একজন ব্যাটার ৭-৮ নম্বরে নামে এবং তার সামনে ১৪-১৫ রান করতে হয়, তাহলে আমি কি গিয়ে ডিফেন্স করব?’

তবে সাব্বির চেষ্টা করেছেন নিজের সুযোগ কাজে লাগাতে। তিনি বলেন, ‘দুটি ম্যাচে সুযোগ পেয়েছিলাম। সব ম্যাচে তো এমন হয় না। আমার জন্য ৪-৫ নম্বর পজিশন আইডিয়াল। টিম ম্যানেজমেন্ট মনে করছে ৭-৮ নম্বরে আমি ভালো, তাই সেখানে খেলিয়েছে। এর বেশি কিছু করার নেই। আমি বেশি কিছু ভাবিনি।’

সাব্বির আরও বলেন, ‘সমস্যা খুঁজলে অনেক সমস্যা পাওয়া যায়। টি-টোয়েন্টি ক্রিকেটে মোমেন্টাম অনেক গুরুত্বপূর্ণ। প্রথমে ভালো মোমেন্টাম পেয়েছিলাম, পরে সেটা হারিয়ে ফেলেছি। কিছুটা ঘাটতি ছিল। এনালিস্টরা বিষয়টি খতিয়ে দেখছে। আরও দুটি ম্যাচ আছে, যা-ই হোক, চেষ্টা করব ভালো করার।’

 

 

আয়শা/১৩ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:০৫

▎সর্বশেষ

ad