২০২৫ সালে ক্রিকেটে বিরল ৫ রেকর্ড

Ayesha Siddika | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ - ০৮:০৭:৫৬ পিএম

স্পোর্টস ডেস্ক : দেখতে দেখতে আরও একটি বছর শেষ হচ্ছে। বিদায়ের অপেক্ষায় ২০২৫। চলতি বছরে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি, নারী ওয়ানডে বিশ্বকাপ ও এশিয়া কাপের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হয়েছে। বছর জুড়ে ক্রিকেটের বাইশ গজে হয়েছে অনেক রেকর্ড।

২০২৫ সালে একটি বিরল রেকর্ডের সাক্ষী হয়েছে ভারত। ২০২৩ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ থেকে শুরু করে ওয়ানডেতে টানা ২০ ম্যাচে টস হেরেছে ভারত। যা ওয়ানডেতে টানা টস হারের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল নেদারল্যান্ডসের, তারা টানা ১১ ম্যাচে হেরেছিল।

চলমান অ্যাশেজেও বিরল একটি রেকর্ড হয়েছে। সিরিজে ইতোমধ্যেই দুটি ম্যাচে দুই দিনের মধ্যেই ফল এসেছে। শেষবার এমন ঘটনা ঘটেছিল ১৯১২ সালে। যেখানে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক ইংল্যান্ড অংশ নিয়েছিল- যা ছিল ইতিহাসের প্রথম বহুজাতিক টেস্ট টুর্নামেন্ট। 

২০২৫ সালের নারী ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ভারত। চ্যাম্পিয়ন হলেও পুরো আসরে তিনটি ম্যাচ হেরেছিল তারা। এই টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথম তিন ম্যাচ হেরেও চ্যাম্পিয়ন হয়েছে কোনো দল।

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএলেও একটি বিরল রেকর্ড হয়েছে। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচে চেন্নাই সুপার কিংসের একাদশে ছিলেন ২২ বছরের নিচের চারজন খেলোয়াড়- আয়ুশ মাত্রে, শাইখ রশিদ, নূর আহমেদ ও ডেওয়াল্ড ব্রেভিস। এর আগে চেন্নাই কখনও এত কম বয়সের ৪ জন ক্রিকেটার একই ম্যাচে নামায়নি।

গত ২৩ ডিসেম্বর বালিতে কাম্বোডিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে (পুরুষ বা নারী) এক ওভারে পাঁচ উইকেট নেন ইন্দোনেশিয়ার অলরাউন্ডার গেদে প্রিয়ান্দানা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এমন ঘটনা এটাই প্রথম। একমাত্র ওভারে তার বোলিং ফিগার ১-০-১-৫!

 

আয়শা/৩১ ডিসেম্বর ২০২৫,/রাত ৮:০৪

▎সর্বশেষ

ad