
আন্তর্জাতিক ডেস্ক : জাপানে তুষারপাতের মাঝে এক্সপ্রেসওয়েতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২৬ জন। রোববার দেশটির সংবাদমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে।
দেশটির গুনমা প্রিফেকচারের হাইওয়ে পুলিশ বলেছে, রাজধানী টোকিও থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমের মিনাকামি শহরে দুটি ট্রাকের মাধ্যমে একের পর এক গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। কান-এৎসু এক্সপ্রেসওয়েতে ওই দুই ট্রাকের সংঘর্ষের পর অন্যান্য গাড়িও এতে আছড়ে পড়ে।
দেশটির সংবাদমাধ্যম বলছে, কান-এৎসু এক্সপ্রেসওয়ের দুর্ঘটনাস্থলের একেবারে শেষ প্রান্তে আগুনের সূত্রপাত হয়; যা এক ডজনের বেশি যানবাহনে ছড়িয়ে পড়ে। এর মধ্যে কয়েকটি যানবাহন পুরোপুরি পুড়ে যায়।
পুলিশ বলেছে, আগুনে কেউ আহত হননি এবং প্রায় সাত ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এর আগে, দেশটির আবহাওয়া বিভাগ শুক্রবার গভীর রাতে ভারী তুষারপাতের বিষয়ে সতর্কতা জারি করে। সাধারণত প্রত্যেক বছর বহু জাপানি নববর্ষের ছুটি শুরু করেন।
এই দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত যানবাহন অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য এক্সপ্রেসওয়ের কিছু অংশ বন্ধ রাখা হয়েছে।
সূত্র: এনডিটিভি।
আয়শা/২৭ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৪:৪৪






