ব্রেকিং নিউজ
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি

জাপানে ভয়াবহ তুষারপাতে দুর্ঘটনার কবলে অর্ধ-শতাধিক গাড়ি, নিহত ১

Ayesha Siddika | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ - ০৪:৫৯:৩৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : জাপানে তুষারপাতের মাঝে এক্সপ্রেসওয়েতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২৬ জন। রোববার দেশটির সংবাদমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, জাপানে বছরশেষের ছুটির মৌসুম শুরু হয়েছে। এর মাঝেই তুষারপাতের কারণে একটি মহাসড়কে একের পর এক গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে।

দেশটির গুনমা প্রিফেকচারের হাইওয়ে পুলিশ বলেছে, রাজধানী টোকিও থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমের মিনাকামি শহরে দুটি ট্রাকের মাধ্যমে একের পর এক গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। কান-এৎসু এক্সপ্রেসওয়েতে ওই দুই ট্রাকের সংঘর্ষের পর অন্যান্য গাড়িও এতে আছড়ে পড়ে।

পুলিশ বলছে, দুর্ঘটনায় টোকিওর বাসিন্দা ৭৭ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। আহত ২৬ জনের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
গুনমা প্রিফেকচারের পুলিশ বলেছে, ট্রাক দুটির সংঘর্ষের পর এক্সপ্রেসওয়ের কিছু অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পেছন থেকে আসা অন্যান্য সব গাড়ি তুষারে ঢাকা সড়কে ব্রেক করতে না পেরে একের পর এক ধাক্কা খায়। এতে ৫০টিরওি বেশি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দেশটির সংবাদমাধ্যম বলছে, কান-এৎসু এক্সপ্রেসওয়ের দুর্ঘটনাস্থলের একেবারে শেষ প্রান্তে আগুনের সূত্রপাত হয়; যা এক ডজনের বেশি যানবাহনে ছড়িয়ে পড়ে। এর মধ্যে কয়েকটি যানবাহন পুরোপুরি পুড়ে যায়।

পুলিশ বলেছে, আগুনে কেউ আহত হননি এবং প্রায় সাত ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এর আগে, দেশটির আবহাওয়া বিভাগ শুক্রবার গভীর রাতে ভারী তুষারপাতের বিষয়ে সতর্কতা জারি করে। সাধারণত প্রত্যেক বছর বহু জাপানি নববর্ষের ছুটি শুরু করেন।

এই দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত যানবাহন অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য এক্সপ্রেসওয়ের কিছু অংশ বন্ধ রাখা হয়েছে।

সূত্র: এনডিটিভি।

 

আয়শা/২৭ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৪:৪৪

▎সর্বশেষ

ad