ব্রেকিং নিউজ
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি

নওগাঁ-৫  আসনের জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

Ayesha Siddika | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ - ০৪:৩২:৩৯ পিএম
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য এবং নওগাঁ জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট আ স ম সায়েম। 

শনিবার (২৭ ডিসেম্বর)  বেলা দেড়টার দিকে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ ইবনুল আবেদিনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র সংগ্রহ শেষে সায়েম বলেন, ইতোমধ্যে প্রমাণ হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামের নেতাকর্মীরা সৎ, তারা কোন অন্যায়ের সঙ্গে জড়িত নয়। তারা কোনো জুলুম করে না, অন্যায় করে না। বাংলাদেশের মানুষ সব দলকে দেখেছে। অন্যান্য দলগুলো বাংলাদেশকে দুর্নীতি এবং জুলুম মুক্ত করতে পারেনি।

জনগণ এবার মনে করছে বাংলাদেশ থেকে দুর্নীতি এবং চাঁদাবাজ মুক্ত করতে হলে জামাত ইসলামের বিকল্প নেই। কাজেই জনগণ এবার দাঁড়িপাল্লাকে বেছে নিবে। নওগাঁর জনগণ দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে এই আসনে জামাত  বিপুল ভোটে বিজয়ী  হবে। এ সময় জেলা জামায়াতের অফিস সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের  আমির অ্যাডভোকেট আব্দুর রহিম, নওগাঁ পৌরসভা জামাতের সেক্রেটারি আনোয়ার আলম, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজার রহমান।

আয়শা/২৭ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৪:১৯
▎সর্বশেষ

ad