ব্রেকিং নিউজ
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি

মক্কার গ্র্যান্ড মসজিদ থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

Ayesha Siddika | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ - ০৪:৩৯:০৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : আবর নিউজ ও খালিজ টাইমসের প্রতিবেদন মতে, ঘটনাটি গত বৃহস্পতিবারের (২৫ ডিসেম্বর)। আত্মহত্যার চেষ্টা করা ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। 

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মসজিদ আল হারাম নামে পরিচিত গ্র্যান্ড মসজিদের ওপরের তলা থেকে এক ব্যক্তি লাফিয়ে পড়েন। মসজিদের নিরাপত্তার জন্য মোতায়েন বিশেষ বাহিনী জানায়, তারা এ ঘটনার দ্রুত সাড়ায় দেয় এবং ওই যুবককে মাটিতে পতনের হাত থেকে রক্ষা করে। এতে একজন নিরাপত্তা কর্মকর্তা আহত হন।
 
কর্তৃপক্ষ জানায, ওই যুবক এবং নিরাপত্তা কর্মকর্তা উভয়কেই চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াও সম্পন্ন করা হয়। মসজিদে হারামের নিরাপত্তা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘গ্র্যান্ড মসজিদের ওপরের তলা থেকে একজন ব্যক্তির আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে।’
 
আরও বলা হয়, ‘একজন নিরাপত্তা কর্মকর্তা মাটিতে পড়ে যাওয়ার মুহূর্তে তাকে আটকাতে গিয়ে আহত হন। উভয় ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণের জন্য স্থানান্তর করা হয় এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়।’
 
গ্র্যান্ড মসজিদের প্রধান ইমাম শেখ ড. আবদুর রহমান আস সুদাইস এই ঘটনায় প্রতিক্রিয়া জানান এবং হজযাত্রীদের ‘বিধিবিধান ও নির্দেশাবলী মেনে চলা, মসজিদের পবিত্রতাকে সম্মান করার, সঠিক ইসলামি রীতিনীতি পালন করার এবং ইবাদত ও আনুগত্যে আত্মনিয়োগ করার’ আহ্বান জানান।
 
তিনি আরও বলেন, ইসলামি আইনের লক্ষ্যগুলোর মধ্যে একটি হলো জীবন রক্ষা করা এবং ধ্বংসের মুখে না ফেলা, যেমন আল্লাহ সর্বশক্তিমান বলেছেন: ‘এবং তোমাদের নিজের হাতে নিজেদের ধ্বংসের দিকে নিক্ষেপ করো না।’
 
সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সৌদ বিন নায়েফ শুক্রবার (২৬ ডিসেম্বর) আত্মহত্যার চেষ্টাকারী যুবককে বাঁচাতে গিয়ে আহত নিরাপত্তারক্ষী রায়ান বিন সাঈদ বিন ইয়াহইয়া আল-আহমাদের সাথে দেখা করেন এবং তার সাহসিকতার প্রশংসা করেন।

 

আয়শা/২৭ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৪:৩৮

▎সর্বশেষ

ad